বেহুলা গান পরিবেশন করেছে শুন্নো ব্যান্ড। বেহুলা গানটি গেয়েছেন এমিল। গানের কথা লিখেছেন তানভীর চৌধুরী।
Contents
ও বেহুলা লিরিক্স, O behula:-
শিরোনামঃ বেহুলা
কন্ঠঃ এমিল
কথাঃ তানভীর চৌধুরী
ব্যান্ডঃ শূন্য
ও বেহুলা (o behula) লিরিক্স:-
ভাগ্য আমায় ছোবল মারে
রক্তে বিষের জ্বালা
তুমি আমার আঁধার রাতে
একশো তারার মালা
তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধরে
ভালোবাসার গান শোনাবে
প্রাচীন কোনো সুরে
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা
ছাইড়া গেল স্বজন সুজন
তুমি তবু পাশে
তোমার মতন এমন করে
আর কে ভালোবাসে
তোমার কায়া বড় মায়া
বটের ছায়া চোখে
আগলে রাখো বন্ধু আমায়
এই দুনিয়া থেকে
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা
কালো মেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি
কালো মেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা.
O Behula Song Lyrics In English:-
Vaggo amay chobol mare
Rokte biser jala
Tumi amar adhar rate
Ekso tarar mala
Tomar Amar aii kahini
Hajar Bochor dhore
Valobasar gaan sonabe
Prachin kono sure
O Behula
Ami morle Amay niye
Vasaio bhela
O Behula
Ami morle Amay niye
Vasaio bhela
Chaira gelo sojon sujon
Tumi Tobu pase
Tomar moton emon kore
Ar k valobase
Tomar Kaya boro maya
Boter chaya choke
Aagle rakho bondhu amay
Eii duniya thake
O Behula
Ami morle Amay niye
Vasaio bhela
O Behula
Ami morle Amay niye
Vasaio bhela
Kalo meghe dublo akash
Bojro hanahani
Akash jane tomay valo
Basi kotokhani
Kalo meghe dublo akash
Bojro hanahani
Akash jane tomay valo
Basi kotokhani
O Behula
Ami morle Amay niye
Vasaio bhela
O Behula
Ami morle Amay niye
Vasaio bhela…
Behula Chords by Shunno:-
Bm
ভাগ্য আমায় ছোবল মারে
Em
রক্তে বিষের জ্বালা,
Bm A
তুমি আমার আন্ধার রাতে
D Bm
একশ তারার মালা।
Bm
তোমার আমার এই কাহিনী
Em
হাজার বছর ধরে,
Bm A
ভালোবাসার গান শোনাবে
D F#7
প্রাচীন কোনো সুরে।
Bm
ও বেহুলা
Em D
আমি মরলে আমায় নিয়ে
A Bm
ভাসাইও ভেলা। (২)
Bm
ছাইড়া গেল স্বজন সুজন
Em
তুমি তবু পাশে,
Bm A
তোমার মতন এমন করে
D Bm
আর কে ভালোবাসে।
Bm
তোমার কায়া বড় মায়া
Em
বটের ছায়া চোখে,
Bm A
আগলে রাখো বন্ধু আমায়
D F#7
এই দুনিয়া থেকে।
Bm
ও বেহুলা
Em D
আমি মরলে আমায় নিয়ে
A Bm
ভাসাইও ভেলা। (২)
Bm
কালোমেঘে ডুবলো আকাশ
Bm
বজ্র হানাহানি,
Bm
আকাশ জানে তোমায় ভালো
A Bm
বাসি কতখানি।
Bm
কালোমেঘে ডুবলো আকাশ
Bm
বজ্র হানাহানি,
Bm
আকাশ জানে তোমায় ভালো
G Bm
বাসি কতখানি।
Bm
ও বেহুলা
Em D
আমি মরলে আমায় নিয়ে
A Bm
ভাসাইও ভেলা। (২)
শূন্য বাংলাদেশের জনপ্রিয় অল্টারনেটিভ রক ব্যান্ডগুলোর মধ্যে একটি যা ২০০৭ সালে ঢাকায় গঠিত হয়।এ পর্যন্ত তাদের পাঁচটি একক এবং পাঁচটি মিশ্র অ্যালবাম মুক্তি পেয়েছে। তাদের প্রথম অ্যালবাম নতুন স্রোত ২০০৮ সালে এবং সর্বশেষ অ্যালবাম লটারি ২০১৭ সালে প্রকাশিত হয়।
- নতুন স্রোত (২০০৮)
- শত আশা (২০০৯)
- গড়বো বাংলাদেশ (২০১১)
- ভাগো (২০১৪)
- লটারি (২০১৭)
২০০৮ সালে রঙ নামক মিশ্র অ্যালবামে তাদের স্বপ্নঘুড়ি শিরোনামে একটি গান প্রকাশ পায়। সে বছরই তারা নতুন স্রোত নামে একক অ্যালবাম প্রকাশ করে। পরের বছর প্রকাশিত হয় শূন্যর দ্বিতীয় অ্যালবাম শত আশা। এই অ্যালবামের শত আশা গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ২০১১ ক্রিকেট বিশ্বকাপে গ্রামীণফোন গানটিকে আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করে
O behula গানের ব্যান্ড শুন্য এর সদস্যরা:-
- ইমরুল করিম এমিল – ভোকাল, গিটার (২০০৭-বর্তমান)
- এন্ড্রু মাইকেল গোমেজ – বেস গিটার (২০০৭-বর্তমান)
- ইশমামুল ফরহাদ – লিড গিটার (২০১৬-বর্তমান)
- রাফাতুল বারী লাবিব – ড্রাম (২০০৭-বর্তমান)
প্রাক্তন সদস্যবৃন্দ
- শাকের রাজা – লিড গিটার (২০০৭-২০১৬)
অন্য গান :-
2 thoughts on “o behula gaaner lyric, ও বেহুলা গানের লিরিক।”