Contents
Neshar Bojha Lyrics by Popeye:
Neshar bojha / নেশার বোঝা গানটি Ja Icche Ta বাংলা অ্যালবামের Popeye গেয়েছেন। নেশার বোঝা গানের কথা লিখেছেন এবং মিউজিক সুর করেছেন পপি। এই গানটি ইউটিউবে RBK রোহান 18 ফেব্রুয়ারী 2020 এ প্রকাশিত হয়েছে।
গানের বিবরণ:
গান: নেশার বোঝা
গায়ক: Popeye
গীতিকার: Popeye
মিউজিক কম্পোজড: Popeye
মিউজিক লেবেল: আরবিকে রোহান
অ্যালবাম: Ja Icche Ta
Neshar Bojha Lyrics in Bengali:
স্বপ্ন দেখার খোলা চোখে
হয়না সাহস আর মনে,
করি না কিছু পাওয়ার আশা
ব্যর্থ আমার প্রার্থনারা।
আজ আমি সব হারানো
আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখি
লাগে ভয়, যেন আমার
দেখা হলনা আলো, সুধায় অন্ধকার..
কেউ বোঝেনি আমায়, চেনেনি তো কেউ
দেখেও কতবার তবু দেখেনি কেউ
মোর সত্য কল্পনা যতো বাস্তবতা মিথ্যে ততো
তাই আমি, বৃষ্টি এলেই
পাহাড়ের চূড়ায় বসে বর্ষায় ভিজি
ভাঙ্গলে মেঘ, পারি যেতেও আকাশ
শুকাতে রোদের তীরে নিজেকে আমি।
ফেরা হলো না ঘরে,
নাহি ফিরলো ঘর দিকে আমার
এসে পথেরই মাঝে,
পেছনে তাকিয়ে ফিরে আবার
হেঁটে যাই আমি খুঁজতে কিছু
আমি আজও জানিনা কিসেরি পিছু,
সাথী রয়, কষ্ট আমার
সে নেয় না তো বিদায়,
দেয় নাতো বিদায় ..
নেয় নাতো বিদায় …
আমি মিথ্যে বলেছি
কতো মিথ্যে বলেছি নিজেকে,
এক রূপকথার মত
বদলে যাবে এই জীবন শেষে …
আজ আমি ছন্নছাড়া
আমি এক দিশেহারা, লুকিয়ে মরি
জানবে না, এ নেশার মায়া
কত যে বড় বোঝা, কত যে বোঝা..
নেশার মায়া, কত যে বোঝা
নেশার মায়া, কত যে বোঝা..
Neshar Bojha Lyrics in English:
Shopno dekhar khola chokhe
Hoyna sahos aar mone,
korina kichu paowar asha
bertho amar parthonara.
Aaj ami sob harano
Ami shunnotay bhese hahakar dekhi
Laage bhoy jeno amar
Dekha holona aalo sudhay ondhokar…
Keu bujeni amay, cheneni to keu
Dekeo kotober tobu dekeni keu
Mur sotho kolpona joto bastobota mithe toto
Tai ami, brishti eley
Pahar churay bose borshay viji
Bangle magh, pari jete o akash
Sukate ruder tere nijeke ami.
Fera holona ghore,
Nahe firlo ghor dike amar
Esho pother ei majhe,
Pechone takeye fire abar
Hete jai ami khujete kichu
Ami ajj o jani na kicher e pichu,
sathi roy, kosto amar
Sey ney na to biday
Dey na to biday..
Ney na to biday…
Ami mithe bolechi
Koto mithe bolechi nijeke
Ek rupkother moto
Bodle jabe ei jibon er sese..
Ajj ami chonno chara
Ami ek deshe hara, lukiye mori
Janbe na, Eineshar maya
Koto je boro buja, koto je buja..
Neshhar maya, koto je buja
Neshhar maya, koto je buja
https://digitaltimes24.com/malaika-arora-10-viral-looks/
Neshar Bojha guitar Chords:
[Verse 1] G D স্বপ্ন দেখার খোলা চোখে C D হয়না সাহস আর মনে| G D করি না কিছু পাওয়ার আশা Em C G ব্যর্থ আমার প্রার্থনারা| G D Em আজ আমি, সব হারানো, আমি শূন্যতায় ভেসে C হাহাকার দেখি| G D Em লাগে ভয়, যেন আমার, দেখা হল না আলো, সুধাই C অন্ধকার| G D কেউ বুঝেনি আমায়, চেনেনি তো কেউ C D দেখেও কতবার তবু দেখেনি কেউ| G D Em C G মোর সত্য কল্পনা যতো বাস্তবতা মিথ্যে ততো [Chorus 1] G D Em তাই আমি বৃষ্টি এলেই, পাহাড়ের চূড়ায় বসে C বর্ষায় ভিজি | G D Em ভাঙ্গলে মেঘ, পারি যেতেও আকাশ, শুখাতে C G রোদের তীরে নিজেকে আমি | [Verse 2] G D Em C G ফেরা হলো না ঘরে, নাহি ফিরলো ঘর দিকে আমার G D Em C G এসে পথেরি মাঝে, পেছনে তাকিয়ে ফিরে আবার G D হেটে যাই, আমি খুজতে কিছু Em C আমি আজো জানিনা, কিসেরি পিছু | G D Em C G সাথী রয়, কস্ট আমার, সে নেয় না তো বিদায় দেয় D Em C G নাতো বিদায় | G D Em C G D Em D আমি মিথ্যে বলেছি কতো মিথ্যে বলেছি নিজেকে G D Em C G D Em D এক রূপকথার মত বদলে যাবে এই জীবন শেষে || [Chorus 2] G D Em আজ আমি, ছন্নছাড়া, আমি এক দিশেহারা লুকিয়ে C মরি|| [Verse 3] G D Em C জানবে না, এই নেশার মায়া, কত যে বড় বোঝা G D Em D কত যে বোঝা || নেশার মায়া, কত যে বোঝা, নেশার মায়া, কত যে বোঝা| More:
4 thoughts on “Neshar Bojha Lyrics and guitar chords by Popeye”