Song -বকুল ফুল বকুল ফুল লিরিক /bokul ful bokul ful শিরোনামঃ বকুল ফুল
কথাঃ সংগৃহীত
কম্পোজঃ রাহুল আনন্দ
ব্যান্ডঃ জলের গান
অ্যালবামঃ অতল জলের গান
বকুল ফুল বকুল ফুল লিরিক/ bokul ful bokul ful Lyrics
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
যার সনে যার ভালবাসা
যার সনে যার ভালবাসা,
সেইতো মজা লোটে লো।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে।
আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে।
সোনা দেহে ঘাম ঝরে
সোনা দেহে ঘাম ঝরে,
দুঃখে পরান ফাটে লো।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে।
শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে।
ইচ্ছে জামাই করবো আদর
ইচ্ছে জামাই করবো আদর,
দানাতো নাই ঘরে লো।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
যার সনে যার ভালবাসা
যার সনে যার ভালবাসা,
সেইতো মজা লোটে লো।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি
বকুল ফুল বকুল ফুল লিরিক কর্ড/ bokul ful bokul ful Guitar Chord
Title: বকুল ফুল / Bokul Phool
Band : JOler Gaan
Album : Otol jOler gaan
Language and font: Bangla
Chords : G, D, A, Bm and Em
[Verse 1]
G
বকুল ফুল বকুল ফুল
D Bm
সোনা দিয়া হাত কেনে বান্ধায়লি। (2)
G D
শালুক ফুলের লাজ নাই
A
রাইতে শালুক ফোটে লো,
Bm A
রাইতে শালুক ফোটে। (2)
G
যার সাথে যার ভালবাসা
Em
সেইতো মজা লোটে লো।
Chorus]
G
বকুল ফুল বকুল ফুল
D Bm
সোনা দিয়া হাত কেনে বান্ধায়লি। (2)
[Verse 2]
G D
শাওন ও ভাদ্রর মাসে
A
জামাই আদর করে লো,
Bm A
জামাই আদর করে। (2)
G
ইচ্ছে জামাই করবো আদর
Em
দানাতো নাই ঘরে লো।
[Chorus]
G
বকুল ফুল বকুল ফুল
D Bm
সোনা দিয়া হাত কেনে বান্ধায়লি। (2)
[Verse 3]
G D
আমার জামাই ধান বায়
A
হরিণ ডাঙার মাঠে লো,
Bm A
হরিণ ডাঙার মাঠে। (2)
G
সোনা দেহে ঘাম ঝরে
Em
দুঃখে পরান ফাটে লো।
[Chorus]
G
বকুল ফুল বকুল ফুল
D Bm
সোনা দিয়া হাত কেনে বান্ধায়লি। (2)
আরো:-
আমাকে আমার মতো থাকতে দাও ,গানের লিরিক(AMAKE AMAR MOTO THAKTE DAO LYRICS)
2 thoughts on “bokul ful bokul ful song Lyric/বকুল ফুল বকুল ফুল গানের লিরিক, Guitar Chord”