NID Wallet কি ? এনআইডি ওয়ালেট ব্যবহার করার নিয়ম

NID Wallet কি এবং NID Wallet ব্যবহার করার নিয়ম:

জাতীয় পরিচয়পত্র রিলেটেড সকল সেবা অনলাইনের আওতায় নিয়ে আসার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন (Bangladesh Election Commission) ২০১৬ সালে nidw.gov.bd ওয়েবসাইটটি উদ্ভাবন করে। এই ওয়েবসাইট থেকে আমরা সকল প্রকার এনআইডি সেবা (NID Seba) অনলাইনের মাধ্যমে ঘরে বসে গ্রহণ করতে পারি।

আপনারা যারা ইন্টারনেট থেকে জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত কোন একটি সেবা বা NID Service গ্রহণ করেছেন, তারা অবশ্যই NID Wallet নামটি শুনে থাকবেন।

কেননা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড, নতুন জাতীয় পরিচয়পত্রের আবেদন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, জাতীয় পরিচয়পত্র রিইস্যু এবং স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক ইত্যাদি NID Service মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে পেতে হলে হলে services.nidw.gov.bd ওয়েবসাইটে একটি একাউন্ট রেজিস্টার করতে হয়।

NID Wallet কি
NID Wallet কি

আর Account registration সম্পন্ন করতে আমাদের ফেইস ভেরিফিকেশন (face verification) এর একটি ধাপ অতিক্রম করতে হয়। ফেইস ভেরিফিকেশন এর মাধ্যমে একাউন্ট নিবন্ধন এর কাজ সম্পন্ন করার জন্য অবশ্যই NID Wallet App এর প্রয়োজন হবে।

তাহলে চলুন NID Wallet কি, NID Wallet এর কাজ কি এবং এনআইডি ওয়ালেট ব্যবহার করার নিয়ম সম্পর্কে নিচে ভালোভাবে জেনে নেওয়া যাক।

NID Wallet কি ?

nid wallet app

NID Wallet হলো বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি মোবাইল অ্যাপ যেটি বাংলাদেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র রিলেটেড বিভিন্ন সেবা অনলাইনে প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে।

সব ধরনের এনআইডি সেবা মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণির মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে NID Wallet App এর মূল উদ্দেশ্য।

কিন্তু যদিও ভোটার আইডি কার্ড বা National identity Card এর সাথে জড়িত নাগরিক সেবাসমূহ একসাথে এন্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে মানুষকে প্রদান করার লক্ষ্যে এনআইডি ওয়ালেট অ্যাপটি ডেভেলপ (develop) করা হয়েছে, তবে বর্তমানে NID Wallet অ্যাপটিতে শুধুমাত্র Face verification system চালু রয়েছে।

বর্তমানে কেবল ফেইস ভেরিফিকেশন সিস্টেম চালু থাকলেও ভবিষ্যতে এনআইডি ওয়ালেট অ্যাপে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল সেবা যুক্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এখন শুধুমাত্র এন্ড্রয়েড ব্যবহারকারীরা NID Wallet App ডাউনলোড করে ব্যবহার করতে পারেন এবং এর সুবিধা নিতে পারেন কিন্তু খুব তাড়াতাড়ি আইফোনের জন্য এনআইডি ওয়ালেট অ্যাপের IOS Version চালু হয়ে যাবে।

তাহলে NID Wallet কি বা কাকে বলে এ বিষয়ে আশা করি আপনারা ভালো করে জানতে পেরেছেন। এখন চলুন জেনে নেওয়া যাক এনআইডি ওয়ালেট অ্যাপের কাজ কি এবং কিভাবে এটি ব্যবহার করবেন।

NID Wallet এর কাজ কি ?

আমি আগেই আপনাদের বলেছি যে ভোটার আইডি কার্ডের সাথে সম্পর্কিত সকল সেবা অনলাইনের মাধ্যমে সকল নাগরিকদের সহজে প্রদান করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন nidw.gov.bd ওয়েবসাইটটি চালু করে।

শুরুতে এই ওয়েবসাইটটি NID Wing নামে পরিচিত হলেও বর্তমানে এটি “Bangladesh NID Application System” নামে পরিচিত।

NID Card রিলেটেড সকল সেবা এই সাইটে অন্তর্ভুক্ত। যেমন: NID Card Download, New NID Application, NID Card Correction, NID Smart Card Status Check, NID Card Reissue ইত্যাদি।

এইসব সেবা ইন্টারনেটের সাহায্যে গ্রহণ করতে হলে আপনার NID Wing বা Nidw.gov.bd ওয়েবসাইটে একটি একাউন্ট থাকতে হবে।

আর একাউন্ট নিবন্ধন প্রক্রিয়াটি আপনাকে কয়েকটি ধাপে সম্পন্ন করতে হবে, তার মধ্যে ফেইস ভেরিফিকেশন এর একটি ধাপ রয়েছে। এখানে NID Wallet App এর মাধ্যমে সঠিকভাবে আপনার ফেইস ভেরিফিকেশন করলে একাউন্ট তৈরি হয়ে যাবে।

মূলত face verification সিস্টেমটি দেওয়া হয়েছে, যে ব্যক্তির ভোটার আইডি কার্ড শুধুমাত্র সেই ব্যক্তি ছাড়া যাতে অন্য কেউ NID website এ প্রবেশ করতে না পারে।

কেননা একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বিষয়ক তথ্য বা ভোটার তথ্য হচ্ছে অবশ্যই তার ব্যক্তিগত তথ্য (personal information)।

তাই কোন ব্যক্তির personal information এর access বা দখল যাতে অন্য কেউ নিতে না পারে তাই একটি নিরাপত্তা ব্যবস্থা (security system) হিসেবে এখানে face verification সিস্টেমটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

অর্থাৎ NID Wallet App এর প্রধান কাজ হলো এনআইডি কার্ড এর প্রকৃত মালিক সনাক্ত করে একাউন্টে প্রবেশের অনুমতি প্রদান করা।

তাহলে এনআইডি ওয়ালেট কি এবং এনআইডি ওয়ালেট অ্যাপের কাজ কি এই বিষয়ে আশা করি আপনারা সম্পূর্ণ তথ্য পেয়েছেন।

রিলেটেড –

এনআইডি ওয়ালেট ব্যবহার করার নিয়ম

মূলন এনআইডি ওয়ালেট এন্ড্রয়েড এপ্লিকেশনের দরকার হয় এনআইডি ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করার সময় ফেইস ভেরিফিকেশন এর জন্য, যেটা আপনারা জানেন।

এনআইডি ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করার একটি ধাপে একটি QR Code দেখানো হয় এবং QR Code Scan করতে বলা হয়। তখন এই মোবাইল অ্যাপটি ব্যাবহার করে QR Code স্ক্যান করে ব্যক্তির face verification করতে হয়।

কিভাবে এনআইডি ওয়ালেট অ্যাপের মাধ্যমে ফেইস ভেরিফাই করে এনআইডি ওয়েবসাইটে একাউন্ট নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং বিভিন্ন NID Service গ্রহণ করবেন এই বিষয়ে আমি নিচে আলোচনা করবো।

NID Wallet Download করুন

যদি আপনি অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড কিংবা ভোটার আইডি কার্ড সংশোধন করতে চান, তাহলে এই ধরনের সেবাগুলো পাওয়ার জন্য আপনাকে NID ওয়েবসাইটে একাউন্ট তৈরি করতে হবে।

আর একাউন্ট বানানোর সময় এনআইডি কার্ডের প্রকৃত মালিককে সনাক্তকরণের জন্য QR Code Scan এবং face verification প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যার জন্য প্রয়োজন হবে এনআইডি ওয়ালেট এন্ড্রয়েড এপ্লিকেশন।

এজন্য প্রথমে আপনাকে এপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে NID Wallet App Download করে ইনস্টল করুন।

nid wallet download

মনে রাখবেন, Google Play Store থেকে এপ্লিকেশনটি ডাউনলোড করার আগে অ্যাপটি Bangladesh Election Commission এর কিনা তা অবশ্যই দেখে নিবেন।

অ্যাকাউন্ট রেজিষ্ট্রেশন করুন ও ফেইস ভেরিফাই করুন

nid wallet app ব্যবহার করার নিয়ম

এনআইডি ওয়েবসাইটে account registration করার পদ্ধতি নিচে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে।

  • একাউন্ট রেজিষ্ট্রেশন করার জন্য প্রথমে এই লিংকে প্রবেশ করুন। NID Account Registration
  • রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন।
  • আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করে সাবমিট করুন।
  • বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা) সঠিকভাবে সিলেক্ট করে পরবর্তী স্টেপে যান।
  • মোবাইল নম্বর লিখে বার্তা পাঠান বাটনে ক্লিক করুন।
  • SMS এর মাধ্যমে একটি কোড পেয়ে যাবেন। যাচাইকরণ কোডটি দিয়ে বহাল বাটনে ক্লিক করুন।
  • এখন স্ক্রিনে একটি QR Code দেখতে পাবেন।
  • অন্য একটি মোবাইলে এনআইডি ওয়ালেট এপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করুন।
  • ভাষা সিলেক্ট করে Camera permission দিয়ে এনআইডি ওয়েবসাইটে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন।
  • QR code সফলভাবে স্ক্যান করা হয়ে গেলে আপনাকে Face Verification করার ধাপে নিয়ে যাবে।
  • ফেইস স্ক্যান করার সময় মুখমন্ডর ডানে ও বামে নড়াচড়া করে ফেইস ভেরিফাই সম্পন্ন করুন। (স্ক্রিনের নিচে ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা বা ডেমো দেওয়া থাকবে)
  • NID Wallet App দিয়ে ফেইস ভেরিফাই করার আগে আপনার চোখে চশমা থাকলে খুলে ফেলুন এবং মাথায় ক্যাপ বা হেডফোন থাকলে খুলে নিন।
  • ফেইস ভেরিফাই সম্পন্ন হয়ে গেলে ঠিক আছে বাটনে ক্লিক করুন এবং এনআইডি ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • আপনি যদি ফেইস ভেরিফিকেশন এর ঝামেলা বারবার চান তাহলে আপনার একাউন্টে ইউজারনেইম এবং পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন। অথবা পাসওয়ার্ড সেট করার অপশন skip করে যেতে পারেন।
  • তবে পাসওয়ার্ড সেট করে নিলে পরবর্তীতে এনআইডি একাউন্টে লগিন করার জন্য শুধু username এবং Password দিয়েই লগ ইন করতে পারবেন।NID Wallet কি

এভাবে NID Website থেকে জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিভিন্ন সেবাগুলো পাওয়ার জন্য একাউন্ট রেজিস্টার করতে পারবেন এবং এনআইডি ওয়ালেট অ্যাপের সাহায্যে ফেইস ভেরিফিকেশন করতে পারবেন।

NID Wallet App Download এর বিষয়ে সতর্কতা

আপনাকে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে Bangladesh Election Commission এর দ্বারা প্রকাশিত এনআইডি ওয়ালেট এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করতে হবে।

তাছাড়া অন্য কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে যাবেন না। কেননা আপনি যদি কোন ওয়েবসাইট থেকে ভুল কোন NID Wallet Apk ফাইল ডাউনলোড করেন তাহলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার চুরি হওয়ার সম্ভাবনা থাকে।

NID Wallet Application ছাড়াই কি এনআইডি একাউন্ট তৈরি করা সম্ভব?

যে ব্যক্তি অনলাইনে NID Seba পেতে চাচ্ছেন, একমাত্র তার উপস্থিতিতেই এনআইডি একাউন্ট তৈরি করা যাবে। আর সেই ব্যক্তির উপস্থিতি ছাড়া এনআইডি একাউন্ট তৈরি করা সম্ভব নয়।

কেননা একাউন্ট নিবন্ধনের সময় আবেদনকারীর মুখমন্ডল ভেরিফাই করার প্রয়োজন হয়।

যাতে এনআইডি কার্ডের আসল মালিক ছাড়া অন্য কেউ এনআইডি একাউন্টে প্রবেশ করে তার ভোটার তথ্য নিজের দখলে নিতে না পারে, সেই কারণেই মূলত NID Wallet এর দ্বারা NID Registration সিস্টেমটিকে নিরাপদ (secure) করা হয়েছে।NID Wallet কি

NID Wallet কি: FAQ

কিভাবে NID Wallet QR Code Scan করবো ?

এনআইডি এপ্লিকেশন দিয়ে QR কোড স্ক্যান করার জন্য এনআইডি ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করে ফেইস ভেরিফিকেশনের ধাপে যেতে হবে। এখানে একটি QR Code থাকবে। এরপর এনআইডি ওয়ালেট ওপেন করে কোডটি স্ক্যান করে ফেইস ভেরিফাই করতে হবে।NID Wallet কি

ব্যক্তির উপস্থিতি ছাড়া তার এনআইডি একাউন্ট করা যাবে?

দেখুন, সাধারণভাবে ফেইস ভেরিফিকেশন সিস্টেম থাকার কারণে ব্যক্তির উপস্থিতি ছাড়া তার একাউন্ট তৈরি করা সম্ভব নয়। তবে আলাদা এক ধরনের প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির উপস্থিতি ছাড়াও ফেস ভেরিফাই সম্পন্ন করা যায়। যেটির ব্যাপারে আমরা কখনোই সম্মতি দিই না।NID Wallet কি

2 thoughts on “NID Wallet কি ? এনআইডি ওয়ালেট ব্যবহার করার নিয়ম”

Leave a comment