যদি আপনি ভোটার আইডি কার্ড ডাউনলোড করার আগে অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম জানতে চাচ্ছেন, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কেননা আজকের আর্টিকেলে আমি আপনাদের দেখিয়ে দিবো কিভাবে সহজ নিয়মে NID Card Check করা যায়।
আপনার স্মার্ট আইডি কার্ড প্রস্তুত হয়েছে কিনা তা জানার জন্য অনলাইনে Smart Card Status Check করার নিয়ম আগের আর্টিকেলে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে।
আপনি যদি একজন নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন এবং এখনও এনআইডি কার্ড পাননি, তাহলে বিভিন্ন প্রয়োজনে আপনার জাতীয় পরিচয় পত্র চেক করার দরকার হতে পারে।
এছাড়া বর্তমানে ইন্টারনেটে অনেক Fake NID Card Maker টুলস আছে, যেগুলো দিয়ে যেকেউ খুব সহজেই নকল এনআইডি কার্ড বানিয়ে নিতে পারে।
তাই অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই করার মাধ্যমে ভোটার আইডি কার্ড আসল নাকি নকল সে বিষয়ে জানা যায়৷
আর আপনিও যদি কোন বিশেষ প্রয়োজনে আপনার ভোটার আইডি কার্ড চেক করতে চাচ্ছেন, তাহলে নিচে অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করার কিছু সহজ নিয়মের বিষয়ে উল্লেখ করা হয়েছে।
আপনার কাছে যদি একটি মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ থাকে, তাহলে আপনি ইন্টারনেট থেকে আপনার আইডি কার্ড বের করতে পারবেন।
Contents
NID Card Check
জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড রিলেটেড যেকোন অনলাইন সেবা আমরা services.nidw.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারি যা Bangladesh NID Application System নামে পরিচিত।
একটি ভোটার আইডি কার্ড অরিজিনাল নাকি নকল, এটা জানতে হলে এনআইডি কার্ড চেক এর কোন বিকল্প নেই। কেননা নকল ভোটার আইডি কার্ডের তথ্য অনলাইন ডাটাবেজে সংরক্ষিত থাকবে না, যার কারণে সার্চ করে পাওয়া যাবে না।
অনলাইনে জাতীয় পরিচয় চেক করার নিয়ম নিচে অবশ্যই আপনাদের জানিয়ে দিবো। আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে এসএমএস, ভোটার আইডি কার্ড চেকিং অ্যাপ এবং ldtax.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে কম্পিউটার অথবা মোবাইলে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।
আর্টিকেলে যে প্রক্রিয়ায় আপনাদের জাতীয় পরিচয়পত্র বের করে দেখাবো, এই প্রক্রিয়ায় যাচাই করলে আপনি ব্যক্তির ছবি, পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ এইসব তথ্য দেখতে পারবেন।
Voter ID Card Check করার পূর্বে আপনার এই বিষয়ে আগে ভালোভাবে জেনে নেওয়া দরকার যে, অনলাইনে কোন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র অনুসন্ধান করতে চাইলে কি কি লাগবে? এ ব্যাপারে নিচে উল্লেখ করা হয়েছে।
ভোটার আইডি কার্ড চেক করার জন্য কি কি প্রয়োজন হবে ?
অনলাইনে ভোটার আইডি কার্ড যাচাই করে দেখার জন্য খুব বেশি তথ্যের প্রয়োজন হয় না। যদি মূল জাতীয় পরিচয় পত্রটি আপনার সাথে থাকে, তাহলে সেখানে থাকা তথ্যগুলোর মাধ্যমে আপনি অনলাইনে আইডি কার্ডটি চেক করতে পারবেন।
এই কাজের জন্য আপনার যা যা দরকার হবে –
- ভোটার আইডি কার্ডের নম্বর (NID Card Number) বা ফর্ম নম্বর (Voter registration form number)
- এনআইডি কার্ডে থাকা জন্ম তারিখ – (Date of birth)
- একটি মোবাইল নম্বর
মূলত এই তিনটি জিনিস জানা থাকলেই আপনি অনলাইনে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন।
এই তথ্যগুলো আর্টিকেলে দেখানো NID Card Checker টুলগুলোতে ইনপুট করলে আপনার এনআইডি কার্ডের বিষয়ে তথ্যসমূহ জানতে পারবেন।
আর এই ইনফরমেশনগুলো ইনপুট করার পর যদি আপনার আইডি কার্ডের তথ্যগুলো সঠিকভাবে দেখায় তাহলে বুঝতে হবে এনআইডি কার্ডটি আসল। আর যদি কোন তথ্য না দেখায় বা ভুল তথ্য শো করে তাহলে বুঝে নিতে হবে যে এটা নকম ভোটার আইডি কার্ড বা এতে কোন গড়বড় রয়েছে।
অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই করার মাধ্যমে কোন বিষয়গুলো জানতে পারবেন ?
জাতীয় পরিচয়পত্র চেক করার মাধ্যমে সাধারণত আপনি যেসব তথ্য দেখতে পাবেন সেগুলো হলো –
- ব্যক্তির ছবি
- ব্যক্তির নাম
- পিতার নাম
- মাতার নাম
- জন্ম তারিখ
- বর্তমান ঠিকানা
- স্থায়ী ঠিকানা
অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার সেরা ৪ টি নিয়ম জেনেনিন
নিচে অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই করার ৪ টি সহজ নিয়ম আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে।
আপনি চাইলে যেকোন একটি নিয়মে সহজে অনলাইনে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য বের করে দেখতে পারেন।
যেমন –
- ফর্ম নম্বর ব্যবহার করে আইডি কার্ড চেক
- NID Checker BD মোবাইল অ্যাপ ব্যবহার করে এনআইডি কার্ড চেক
- অনলাইন জিডি (Online GD) অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র চেক এবং
- ভূমিকর ওয়েবসাইটের মাধ্যমে আইডি কার্ড চেক
এখন এই চারটি নিয়মের বিষয়ে এক এক করে ভালোভাবে জেনে নেওয়া যাক।
১. ফর্ম নম্বর দিয়ে SMS এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই
আপনি যদি নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন, তাহলে নির্বাচন কমিশন কর্তৃক আপনাকে অবশ্যই একটি ভোটার স্লিপ (Voter Slip) বা ফর্ম প্রদান করা হয়েছে।
এই ভোটার স্লিপের মধ্যে যে নম্বরটি উল্লেখ রয়েছে, আপনি চাইলে এই নম্বরটি দিয়ে মোবাইলে এসএমএস এর মাধ্যমে খুব সহজেই জাতীয় পরিচয়পত্র চেক করতে পারবেন।
ফর্ম নম্বর দিয়ে যেভাবে আইডি কার্ড দেখবেন:
- যারা নতুন ভোটার হয়েছেন, তাদের আইডি কার্ড চেক করার জন্য নির্বাচন কমিশন কর্তৃক ভোটার স্লিপটি খুবই জরুরি। প্রথমে আপনার ভোটার স্লিপটি খুঁজে হাতে নিন। এরপর ফর্ম নম্বরটি সংগ্রহ করুন।
- এরপর আপনার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে এবং একটি নির্দিষ্ট ফরম্যাটে আপনাকে মেসেজ টাইপ করতে হবে।
- মেসেজ অপশনে প্রথমে টাইপ করতে হবে NID, এরপর একটি স্পেস বা ফাকা দিয়ে ফর্ম নম্বর লিখতে হবে।
- ফর্ম নম্বরের আগে NIDFN এই লেখাটি অবশ্যই যুক্ত করে দিয়ে হবে। তারপর আরেকটি স্পেস দিয়ে আপনার জন্ম তারিখ লিখতে হবে। জন্ম তারিখ অবশ্যই DD-MM-YYYY এই ফরম্যাটে লিখবেন।
- উদাহরণস্বরূপ, NID NIDFN231456780 12-10-2004
- এরপর ১০৫ নম্বরে মেসেজটি পাঠিয়ে দিন। কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে একটি ফিরতি এসএমএস চলে আসবে। সেখানে আপনার আইডি কার্ডের তথ্যসমূহ দেওয়া থাকবে।
এভাবে SMS এর মাধ্যমে ফর্ম নম্বর ব্যবহার করে আপনারা মোবাইলে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।
এছাড়া আপনি চাইলে টোকেন নাম্বার দিয়ে অনলাইনে আইডি কার্ড বের করতে পারবেন কিংবা ডাউনলোড করে নিতে পারবেন।
২. NID Checker BD অ্যাপ অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন
NID Checker BD এপ্লিকেশন ব্যবহার করে কিভাবে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য বের করবেন তা জানার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুন।
প্রথমে গুগল প্লে স্টোর থেকে NID Checker BD এন্ড্রয়েড এপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করুন।
এরপর অ্যাপটি ওপেন করুন। Open এর পর নিচের মতো এনআইডি ভেরিফাই সার্ভিস এর একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখানে এনআইডি নম্বর লিখুন এ আপনার ১০, ১৩ অথবা ১৭ ডিজিটের NID Number টি টাইপ করুন।
এরপর আপনার একটি মোবাইল নম্বর লিখুন এবং সঠিক জন্ম তারিখ সিলেক্ট করে দিন। সবশেষে ভেরিফাই করুন বাটনে ক্লিক করুন।
এখন নিচের মতো একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো উল্লেখ থাকবে। যেমন – ব্যক্তির নাম ও ছবি, পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ।
তাহলে এভাবে এনআইডি চেকার বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র যাচাই করতে পারবেন।
- জেনেনিন NID Wallet App দিয়ে ফেস ভেরিফিকেশন করার সম্পূর্ণ নিয়ম
৩. Online GD অ্যাপ দিয়ে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
অনলাইন জিডি এপ্লিকেশনটি বাংলাদেশ পুলিশ কর্তৃক পরিচালিত, যেটি দিয়ে আপনি ছবিসহ জাতীয় পরিচয়পত্র যাচাই করতে পারবেন।
অনলাইন জিডি এপ্লিকেশন দিয়ে জাতীয় পরিচয়পত্র যেভাবে দেখবেন:
প্রথমে গুগল প্লে স্টোর থেকে Online GD এন্ড্রয়েড এপ্লিকেশনটি ইনস্টল করে নিন। এরপর ওপেন করুন।
Open করার পর নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন।
ছবিটির নিচের দিকে নিবন্ধন এবং লগিন এই দুইটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনাকে নিবন্ধন এ ক্লিক করতে হবে।
এরপর আপনাকে নিবন্ধন এর পেজে নিয়ে যাওয়া হবে এবং নিচের ছবির মতো ইন্টারফেস ওপেন হবে।
এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ প্রদান করে আপনার এনআইডি কার্ড যাচাই করতে পারবেন।
এজন্য জাতীয় পরিচয়পত্রের নম্বর এর জায়গায় আপনার আইডি কার্ডের ১০, ১৩ কিংবা ১৭ ডিজিটের আইডি নম্বরটি প্রবেশ করান। তারপর নিচে জন্ম তারিখ ইনপুট করে পরিচয়পত্র যাচাই বাটনটিতে ক্লিক করুন।
এরপরের পেজে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো দেখানো হবে। অনেকটা নিচের ছবির মতো।
এভাবে যেকোন আইডি কার্ড অরিজিনাল নাকি ভুয়া সেটা আমরা অনলাইনে যাচাই করতে পারি। যদি আইডি কার্ড ভুয়া অথবা নকল হয়ে থাকে তাহলে সেটার তথ্য অনলাইন ডাটাবেজে সংরক্ষিত থাকবে না এবং এই পদ্ধতিতে যাচাই করলে খুঁজে পাওয়া যাবেনা।
আর যদি আসল পরিচয়পত্র হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় তথ্যগুলো ইনপুট করার সাথে সাথে আইডি কার্ডের তথ্যগুলো প্রদর্শিত হবে।
- জেনেনিন স্মার্ট কার্ড কিভাবে পাবেন ?
- আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জেনেনিন
৪. ভূমিকর ওয়েবসাইট থেকে নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র চেক করুন
ভূমিকর ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই করার জন্য প্রথমে আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে।
এরপর নিচের মতো একটি ওয়েবপেজ চলে আসবে।
এখানে আপনার মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ সঠিকভাবে ইনপুট করুন। সবশেষে পরিবর্তী পদক্ষেপ বাটনের উপর ক্লিক করুন।
এরপর আপনি ছবিসহ আপনার নাম, ঠিকানা এসব তথ্য দেখতে পাবেন।
উপরে ভোটার আইডি কার্ড চেক করার ৪ টি পদ্ধতি আপনাদের দেখানো হয়েছে। কিন্তু বর্তমান সময়ে এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই করা যাচ্ছে না।
কিছুদিন আগেও এই নিয়মে NID Card Check করা যেত, যখন আমরা এই আর্টিকেলটি প্রকাশ করেছিলাম।
কিন্তু বর্তমানে আমরা এটা লক্ষ্য করেছি যে, এই সব নিয়মে আর অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করা যাচ্ছে না।
এখন শুধুমাত্র আপনারা mutation.land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা অনলাইনে ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করতে পারবেন।
এটা হলো এনআইডি কার্ড চেক করার নতুন পদ্ধতি।
৫. NID Card Check করার নতুন নিয়ম – (১০০% কার্যকরী)
অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা নিচের ভিডিওটি দেখেনিন।
ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা মোবাইল বা কম্পিউটার দিয়ে অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবেন।
এই পদ্ধতিতে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে “ই নামজারি আবেদন” এ ক্লিক করে NID Check করতে হবে।
এজন্য আপনাদের আবার ভাবার দরকার নেই যে আমরা ই নামজারি নিয়ে কোনকিছু করতেছি। এখানে আমাদের প্রক্রিয়াটি কেবল খসড়া (draft) হিসেবে থাকবে।
তাহলে দেরি না করে নিচের ভিডিওটি দেখেনিন।
অনলাইনে ভোটার আইডি কার্ড চেক FAQ
Voter ID Card Check করার জন্য আপনার প্রয়োজন হবে একটি মোবাইল নম্বর, আইডি নম্বর বা ভোটার স্লিপ নম্বর এবং জন্ম তারিখ।
বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট nidw.gov.bd থেকে আপনি ভোটার আইডি কার্ড ডাউনলোড কিংবা চেক করতে পারেন। আবার ভূমিকর ওয়েবসাইট Idtax.gov.bd থেকেও আপনার জাতীয় পরিচয়পত্র চেক করতে পারেন।
জ্বি, আপনি চাইলে এসএমএস এর মাধ্যমে মোবাইলে এন আইডি নম্বর জানতে পারবেন। এজন্য আপনাকে 105 নম্বর এরকম একটি মেসেজ লিখে পাঠাতে হবে। NID NIDFN ফর্ম নম্বর জন্ম তারিখ। এরপর ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য জানিয়ে দেওয়া হবে।
আমাদের শেষ কথা
তাহলে অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার উপায় সম্পর্কে আশা করি আজকের আর্টিকেলে আপনারা জানতে পেরেছেন।
উপরে ভোটার আইডি কার্ড যাচাই করার জন্য সেরা ৪ টি পদ্ধতি আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে, এই পদ্ধতিগুলো অনুসরণ করে সহজেই আপনি আপনার জাতীয় পরিচয়পত্র দেখতে পারবেন।
অনেক ক্ষেত্রে নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র পেতে দেরি হয়, এক্ষেত্রে কোন জরুরি কাজে জাতীয় পরিচয়পত্র দরকার হলে আপনারা nidw ওয়েবসাইটে রেজিস্টার করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারেন।
7 thoughts on “ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম | NID Card Check 2024”