Hero alom biography জানলে অবাক হবেন।

Hero alom biography, Family, Net worth, Career. হিরু আলম এর আত্মজীবনী, পরিবার, সম্পদ,কর্মজীবন।

বায়ো:-

আসল নাম: আশরাফুল আলম সাঈদ
ডাক নাম: হিরু আলম
পেশা বাংলাদেশী অভিনেতা, মডেল, ব্যবসায়ী

হিরু আলম এর শারীরিক পরিসংখ্যান:

উচ্চতা– 160 সেমি, মিটারে – 1.60 মি, ফুট ইঞ্চি- 5’ 3”
ওজন – 45 কেজি, পাউন্ডে- 99 পাউন্ড

শরীরের পরিমাপ:-

বুক: 36 ইঞ্চি
কোমর: 27 ইঞ্চি
বাইসেপস: 10 ইঞ্চি
চোখের রঙ বাদামী চুলের রং কালো

Hero alom biography, Family, Net worth, Career! হিরু আমল এর আত্মজীবনী, পরিবার, সম্পদ,কর্মজীবন।
Hero alom
হিরু আলম এর ব্যক্তিগত জীবন:-

বয়স – ২০ জানুয়ারি ১৯৮৫ (বয়স ৩৮)
জন্মস্থান – এরুলিয়া গ্রাম, বগলা জেলা, বাংলাদেশ.
রাশিচক্র/সূর্য চিহ্ন জানা নেই

জাতীয়তা :- বাংলাদেশী
হিরু আলম এর শিক্ষাগত যোগ্যতা :-

হিরু আলম নিজ শহর বগলা এর একটি গ্রামের স্কুলে 7 শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছে। অন্য শিক্ষাগত যোগ্যতা জানা নেই।

হিরু আলম এর আত্মপ্রকাশ :-

ইউটিউব চ্যানেল: হিরো আলম (লঞ্চ হয় 23 মার্চ 2015)

হিরু আলম এর পরিবার :-

পিতা- আব্দুর রাজ্জাক (পালক পিতা), মা– জানা নেই, ভাই- জানা নেই, বোন- জানা নেই।

হিরু আলম এর অবস্থা বৈবাহিক :-

সাবিহা আক্তার সুমি ২০১০ বিবাহ (বিচ্ছেদ)
আলো ও আঁখি নামে দুই মেয়ে এবং কবির নামে এক ছেলে রয়েছে।
নুসরাত জাহান জিমু ২০১৯ বিবাহ (বিচ্ছেদ)

 

হিরু আলম এর জীবনযুদ্ধ:-

আশরাফুল আলম সাঈদ (হিরু আলম) ১৯৮৫ সালের ২০ জানুয়ারি বগুড়া জেলার সদর উপজেলার এরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক অভাব-অনটনের কারণে হিরু আলম এর পিতামাতা তাকে একই গ্রামের আব্দুর রাজ্জাকের পরিবারে পালক সন্তান হিসেবে তুলে দেয়। এই পরিবারের গিয়ে ও তিনি কষ্টে পরে জান। hero alom আর্থিক সচ্ছলতা না থাকায় ৭ম শ্রেণিতে পড়া অবস্থাতেই তিনি জীবিকা নির্বাহের চেষ্টা শুরু করেন। তারপর হিরু আলম জীবন যুদ্ধে নেমে পরেন।hero alom নানা রকম কাজ করা শুরু করেন। তারপর শুরু করেন ব্যবসা- CD বিক্রয় করতেন গ্রাম এর বাজারে। এরপর স্যাটেলাইট টিভি (ক্যাবল অপারেটর) এর ব্যবসা শুরু করেন। এ ব্যবসা করার সময় শখের বসে গানের মিউজিক ভিডিও তৈরি করেন। তিনি তা Youtube এ নিজের চ্যানেল এ প্রকাশ করেন। ২০১৬ সালের তা নিয়ে Facebook এ ট্রল এবং মিম হয় অনেক। তার থেকেই তিনি জনপ্রিয় এবং পরিচিত পায়।তাকে নিয়ে এনডিটিভি, ডেইলি ভাস্কর, মিড-ডেসহ, বিবিসি হিন্দি, জি নিউজ, ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমগুলো তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।আস্তে আস্তে তিনি আরোও জনপ্রিয় হয়ে উঠেন।

১১ আগস্ট ২০১৭ তারিখে হিরু আলম এর অভিনীত প্রথম ছবি “মার ছক্কা” মুক্তি পায়। ২০১৮ সালে তিনি “বিজু দ্য হিরো” নামে একটি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। হিরো আলমের জীবনী অবলম্বনে মহেশ রূপরাও ঘোদেশ্বর নির্মিত ও পরিচালিত হিরো আলম শিরোনামের একটি হাস্যরসাত্মক মঞ্চনাটক ২০১৯ সালের ৬ জানুয়ারি আহমেদাবাদে,ভারতে পরিবেশিত হয়। প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত এই মঞ্চনাটকটি সমালোচকদের প্রশংসা অর্জন করে এবং ২০১৯ সালের মে মাসে মঞ্চনাটকটি মঞ্চস্থ হয় মুম্বাইতে।
১৬ অক্টোবর ২০২০ মুক্তি পায় হিরো আলমের দ্বিতীয় সিনেমা ‘সাহসী হিরো আলম’। সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেত্রবাদী আর প্রযোজনা করেন হিরো আলম নিজেই। হিরো আলমের বিপরীতে অভিনয় করেন তিন নায়িকা সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। ২০২৩ “আমি টোকাই” ২ জুন ২০২৩ মুক্তি পায়। তার আরেকটি ছবি।hero alom

এ ছাড়া ও বাংলাদেশ এর বেশকিছু সিনেমা, সল্প সময়ের ছবি, টিভি শো, নাটক, গানের মিউজিক ভিডিও অভিনয় করেন। বেশকিছু গান নিজের সুরে বিকৃতভাবে গেয়ে তিনি বর্তমানে অনেক পপুলার হয়ে যান। তার গাওয়া প্রথম গান ছিল “বাবু খাইছো”। তারপর তিনি আরোও অনেক গান বিকৃতভাবে গেয়েছেন। এইটাও তার একটা দক্ষতা,  মানুষকে মজা বা আনন্দ দেয়া। তিনি ব্যক্তিগত ভাবে বলেছেন তিনি চায় মানুষ হাশিখুশি থাকুক সব সময়।hero alom

কয়েকদিন আগে কারার ঐ লৌহ কপাট গানের সুর পরিবর্তন করার প্রতিবাদ জানিয়ে এ আর রহমানের “জয় হো গান” গেয়েছিলেন হিরো আলম।

২০১৯ সালে একুশে বইমেলায় তার আত্মজীবনী “দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো” প্রকাশিত হয়, যেটি প্রকাশ করে তরফদার প্রকাশনী এবং বইটি সম্পাদনা করেন সৌরভ আলম সাবিদ। hero alom

তাছাড়াও তিনি সংসদ সদস্য নির্বাচন কয়েকবার অংশগ্রহণ করেন এবং পরাজিত হন।

২০১৮ সালে তিনি গুগল সার্চ লিস্টে বাংলাদেশের সর্বোচ্চ সার্চ কি ওয়ার্ড হিসেবে তিনি থাকেন।

অনেক খারাপ, অভাব এর জীবন শুরু করলেও তিনি জীবন এ এখন সফল। তিনি এখন বাংলাদেশের একজন সেলেব্রিটি

 

More

1 thought on “Hero alom biography জানলে অবাক হবেন।”

Leave a comment