৮০০+ বাংলা শর্ট ক্যাপশন ২০২৪ | Best Bangla Short Caption

বাংলা শর্ট ক্যাপশন – Bangla Short Caption for Facebook:

যদি আপনি সেরা বাংলা শর্ট ক্যাপশন খুঁজছেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আজকাল ছোট ছেলেমেয়েরা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক লোকেরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলো ব্যবহার করে থাকে। আর Social media ওয়েবসাইটগুলোতে সকলেই নানা রকমের স্ট্যাটাস পোস্ট করতে অধিক পছন্দ করে।

বর্তমানে boys এবং girls তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বিভিন্ন স্টাইলিশ (stylish) পিকচার বা ছবি শেয়ার করে থাকে। এছাড়া অনেকের মধ্যে নিজের আপলোড করা পোস্ট বা ছবিতে ভালো reach এবং engagement অর্থাৎ প্রচুর লাইক, কমেন্ট পাওয়ার আকাঙ্খা থাকে।

এক্ষেত্রে ছবির সাথে সুন্দর বাংলা শর্ট ক্যাপশনগুলো যোগ করে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে পোস্ট করলে সেটা লোকজন অধিক পছন্দ করে থাকে। এছাড়াও প্রিয় মানুষকে এসএমএস পাঠানোর জন্যও বাংলা শর্ট ক্যাপশনের দরকার হয়ে থাকে।

আর্টিকেল সূচী:

৮০০+ বাংলা শর্ট ক্যাপশন ২০২৪ | Best Bangla Short Caption

বাংলা শর্ট ক্যাপশন

বন্ধুরা, আজকের আর্টিকেলে আমরা ৮০০+ অনুপ্রেরণামূলক এবং প্রেরণাদায়ক বাংলা শর্ট ক্যাপশন আপনাদের সাথে শেয়ার করবো।

আমাদের এই আর্টিকেলে অন্তর্ভূক্ত Bengali Short Caption গুলোর মধ্যে রয়েছে বাংলা শর্ট ক্যাপশন attitude, বাংলা শর্ট ক্যাপশন রোমান্টিক, বাংলা শর্ট ক্যাপশন love, বাংলা শর্ট ক্যাপশন happy, বাংলা শর্ট ক্যাপশন ফানি ইত্যাদি।

 

 

এছাড়াও নিজেকে নিয়ে শর্ট ক্যাপশন, ভালোবাসার শর্ট ক্যাপশন, বাংলা শর্ট ক্যাপশন প্রকৃতি এসব সেরা ছোট ক্যাপশন বাংলা আজকের আর্টিকেলে আপনারা পেয়ে যাবেন।

আর্টিকেলে শেয়ার করা বাংলা শর্ট ফেসবুক ক্যাপশনসমূহের সাথে বিভিন্ন ইমোজি ব্যবহার করা হয়েছে। এ কারণে এগুলো ফেসবুকে পোস্ট করে আপনারা অধিক রেসপন্স পেতে পারবেন।

বাংলা শর্ট ক্যাপশন attitude

তুমি আমার প্রচন্ড ঝড়ের তীব্র বাতাস… হয়তো তাই পেয়ে যাই কাছে আসার পূর্বাভাস

কোনো লোক যদি সত্যিই আপনাকে ভালবাসে, তবে তার অনুভূতির কথা বিবেচনা করুন, নিজেকে নায়িকা হিসাবে বিবেচনা করবেন না।

 

 

ভয় অস্ত্র থেকে নয় মস্তিষ্ক থেকে বৃদ্ধি পায়, আর মস্তিষ্ক আমার ছোটবেলা থেকেই খারাপ।

 

 

❞༏༏কতো জনকে ছাড়লাম❞༏༏❞༏༏তোমায় পাওয়ার❞༏༏❞༏༏আশায়❞༏༏❞༏༏তুমি কী না সেই মুগ্ধ❞༏༏❞༏༏হলে অন্যের ভালো❞༏༏❞༏༏বাসায়❞༏༏

সুন্দর বলে কিছু হয় না❀❞__ তুমি যাকে যত বেশি ভালোবাসবে ღ࿐__ তাকে ততো বেশি সুন্দর মনে হবে

”খুব!বেশি!নয়!আমি!অল্পতে’ই!অনেক খুশি”༅”প্রেম!নয়!আমি!প্রকৃত!– ভালোবাসা’র!স্বপ্ন!দেখি”

জীবনে সেই জায়গায় পৌঁছাও – যেখানে মানুষ তোমাকে Block নয় Search করে…!

জীবনের এক পর্যায়ে এসে দেখবেন!– সময়ের ব্যবধানে আমার কোনো প্রিয় মানুষ নেই!

Dear me… হেরে গেলে চলবে না ☝নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে,, কিছু আত্মীয়র যোগ্য জবাব দিতে হবে✌

তুমি আমার আড়াই পৃষ্ঠা অংকেরশেষ লাইনের গড়মিল

মানুষ বড়ই “অদ্ভুত” হাসলে বলে,, এতো হাসো কেন?আর কাদলে…….!!!” ”

I ωιѕн.-প্রতিটা মুসলমান যেনো কালেমা পড়ে মৃত্যু বরণ করতে পারে.!- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ.!❤️””

 

 

-“,খারাপ হতে পারি কিন্তু প্রয়োজন মেটাতে , প্রিয়জন খুঁজি’না-!!•

 

 

আমিই মনে হয় একমাত্র ব্যক্তি, যে কারো ম্যাসেজ আসলে কোনো Attitude না দেখিয়ে– সাথে সাথে রিপ্লাই দেই..!

• – ,– নিজেকে বদলাও, – ..!– ভাগ্য নিজেই বদলে যাবে..! ❤️•

শুধু আমাকে না আমার ছায়া দেখলেও সহ্য হয়নি যার, এখন সে আমার প্রশংসা নিয়ে ব্যস্ত থাকে …,,

╺, দেখিয়ে মানুষকে করাটা নয়!-বরং সবার সাথে মিশতে পারাটা এবং ভালোভাবে কথা বলতে পারাটাই

…シ︎:-পৃথিবীর সবচাইতে সুন্দর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক ★༄

~নিজেকে প্রকাশ করার জন্য কোনো মনভাবের ক্যাপশন লাগেনা,,,,—আমার স্টাইল আমার মনোভাব

️ চাইলেই কি ধরে রাখা যায় !! ☘️ যদি সে থাকতে না চায় কবি বলেছেন ️ বেঁধে রেখে লাভ নাই উড়তে দিয়ে দেখো দিন শেষে যদি ফিরে আসে ️ তাহলে আগলে রাখো

গোটা জীবন নিঃসঙ্গতায় কাটুক, তবুও কোনো ভুল মানুষ জীবনে না আসুক..

‘প্রিয় মানুষ’ ছেড়ে চলে যাবে!’ বেস্টফ্রেন্ড অন্য বেষ্টফ্রেন্ড বানাবে! ফ‍্য‍ামিলি প্র’বলেম বেড়ে যাবে! ‘ডি’প্রেসড’ লাগবে! একাকিত্বে ডুবে যাবে!’ তবুওও থেমে থাকা যাবে না জীবন সুন্দর!

একা চলতে শিখো____কারন___আজ যে আছে,কাল সে না’ও থাকতে পারে ❣️

সারাদিন অনলাইনে থেকে যা বুজতে পারলাম দুনিয়াতে সবাই প্রেম করছে আর আমি শুধু তাদের স্টেটাস দেখসি !!

Short Caption – বাংলা শর্ট ক্যাপশন

সারপ্রাইজ শব্দটার শুধু নাম শুনেছি… কিন্তু কখনো কারো কাছ থেকে পাই নি…

বাবার টাকা নয়…!! বাবা থাকা টাই জরুরি.. ✌️বাবা হচ্ছে বট গাছের ছায়ার মতো

তোমার শহরের রঙিন দেয়ালে আমি সাদা কালো বিজ্ঞাপন!

°-তোমাকে পটানোর জন্য caption দেই… আর তুমিFunny post ভেবে Ha Ha দেও-‍♂️বাহ বাহ মানবতা আজ পদ্মাসেতুর তলে!!° ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎

°°হ্যালো গাইস°° __ আমার একটা আরএফএল°°°°কোম্পানির gf..লাগব °° যেন অনেকদিন টিকে °°

সত্যি পুরুষ মানুষের ভালোবাসা,ভয়ংকর সুন্দর ✨

– কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তুমি তাকে যতই সাজাও তোমার হবে না…

একটা জায়গায় মারামারি চলছিলো আমি গেলাম কথা বলে থামানোর চেষ্টা করলাম ৫ মিনিট পর কুপাকুপি শুরু হলো

শেষমেশ তুমি একান্তই তোমার, যত্ন নাও নিজের।

অহংকার করি না—- ”কারণ ”–আমি মাটির তৈরি মানুষ _,– সময়.হলে.আবার….! _—ওই মাটিতেই _____মিশে যাবো…!__.Π._______[]_______.Π

°- আমারে চিনো__চিনবা কেমনে_!- কোনো দিন কি Inbox এ নক দিছো’ যে চিনবা__

 

 

শীতকালে মেয়েদের ডায়লগ মন যদি থাকে পরিষ্কার গোসল করার কি দরকার _____

 

 

Allhumdulilla For Everything. ….!!প্রতিটি মানুষের জীবনই একটা উপন্যাস…!!♥️

__!❛লাইফে কে ছিলো সেটা না❛_!❛❛শেষ পর্যন্ত কে থাকবে সেটাই _ “

দুঃখকে সময় দিবেন না, দুঃখ পাওয়ার আগেই ঘুমিয়ে যাবেন।

যাহা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা উচিত।

তুমি থেকে যাও! আমি আজীবন ভালো বেসে যাব!

জীবনে একটা সুন্দর মানুষের চেয়ে, একটা দায়িত্ববান মানুষ বেশি প্রয়োজন।

মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না

আত্মসম্মান এর চেয়ে বড় কিছু হয় না। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও চিনে রাখুন এবং তার থেকে দূরে থাকুন। কারণ প্রশয় পেলে সে একই কাজ বারবার করবে।

Best Bengali Short Attitude Captions

কেউ যদি তোমাকে সস্তা ভাবে,তুমিও তাকে ময়লার বস্তা ভেবে ডাস্টবিনে ছুড়ে ফেলে দাও।

মানুষের সাথে একটু বেশি ফ্রি হলেই সস্তা ভাবা শুরু করে। তাই কাউকে বেশি পাত্তা দিতে নেই।

আমি যা,আমি তাই…ভালো লাগলে ভাল, না ভালো লাগলে আরো ভাল!আমি কারোর ভালোলাগার জন্য নিজেকে বদলাতে পারবো না।

তোমার ego দুই দিনের গল্প,আমার ego জন্মগত।

কাউকে ঘৃণা করার মতো এতো টাইম নেই আমার। হয় ভালোবাসবো, নয়তো চুপচাপ সরে যাবো।

life আমার, style আমার, আর problem সারা দুনিয়ার।

আমাকে খারাপ লাগে? হ্যাঁ,লাগতেই পারে! তাতে আমার কিছু যায় আসে না।

আমি জীবনেও ভালো হবো না! কারণ আমি কখনো খারাপই ছিলাম না।

 

 

তুমি ঠিক যতোটা দেবে ততোটাই ফিরত পাবে। সেটা ভালোবাসা হোক বা অবহেলা।

আমি চলি আমার মতে যার ফাটার তার ফাটে।

বদলে যায়নি আগের মতো আছি। পার্থক্য একটাই,আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি।

জন্ম নিয়েছি কারোর মনের মতো হয়ে বাঁচার জন্য নয়। নিচের মতো বেঁচে নিজের স্বপ্ন পূরণ করার জন্য।

আমি সবার মতো ধোয়া তুলসী পাতা নয়। আমি নিম পাতা। খেতে তেতো হলেও কারো ক্ষতি করি না।

কেউ তোমাকে reject বা ignore করলে মন খারাপ করো না। মনে রেখো দামি জিনিস সবাই নিতে পারে না।

তুই ভালোবাসিস আর না বাসিস,আমি তো আমার মতো খুব relax এ আছি। আর সারাজীবন থাকবো।

কিছু লোক মনে করে আমি তাদের ঘৃণা করি। না ভাই তোমাদের কথা চিন্তা করার সময় টুকুও আমার নাই।

রূপ দেখে কি হবে যদি মনটা ড্রেনের জল হয়।

কেউ তোমাকে নিয়ে হিংসা করলে তাকে হিংসা করতে দাও। কারণ তোমার গুণ আছে বলে সে হিংসা করে।

সব কথা ভুলতে নেই। কিছু কিছু কথা মনে রাখতে হয় সময় বুঝে বাঁশ দেওয়ার জন্য।

silent থাকতে ভালোবাসি। because I hate drama.

প্রত্যেক লোকের বাড়ির একটাই চিন্তা “লোকে কি ভাববে”। এবার আমি বলি, লোকে কি ভাববে এটা যদি আমি ভেবে নি “তাহলে লোকে কি ভাববে”।

আমরা বাঙালি মেয়ে boss। কেউ একটা কথা শোনালে তাকে দশটা কথা শোনাবো।

খুব সুন্দর নয়, বেশী ঘ্যাম নেই, একগাদা মেকাপ করি না, বেশী ঢং ও করতে পারিনা। Yeh it’s me.

শর্ট ক্যাপশন – FB Caption in Bengali

আমি কখনো মিষ্টি কথা বলি না। আমি চাইনা আমার জন্য কারো ডায়াবেটিস হোক।

bf নেই তো কি হয়েছে বাকি ২৪ টা অক্ষর তো আছে।

নিজের আত্মসম্মান এর কাছে কখনো কিছু বিসর্জন দেবে না।

আমি যে রকম আছি সে রকম থাকবো। adjust করতে পারলে থাকো না হলে নিজের রাস্তা দেখো।

স্বার্থপর হয়নি, শুধু নিজে থেকে যেচে কথা বলাটা বন্ধ করে দিয়েছি।

যে আমাকে মনে রাখে না তাকে মনে করে বেকার টাইম কেন নষ্ট করতে যাব ভাই?

যে আপনার প্রতি ইন্টারেস্টেড না তার প্রতি একটু কম ইন্টারেস্ট দেখাবেন। আত্মসম্মানবোধ থাকাটা খুব জরুরী।

I don’t have ego.তুমি কথা বললে আমিও বলবো। তুমি ignore করলে আমিও করবো।

অনেক বড় ভাই কে দেখছি, নিজের বোন কে কড়াঁ শ্বাসনে রেখে, অন্যের বোনের সাথে লটপটর করে,নিজের বোনের জন্য যেমন, অন্যের বোনের বেলায়ও তেমন সাঁজো।

তোমার যোগ্য ছিলাম না কিন্তুএকদিন হবো সেদিন তুমি আমার যোগ্য হবেনা;

মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রুও অনেক ভাল।

এখনকার মানুষের ইগো বেশি,ছাড় দেওয়ার প্রবনতা কম।মানিয়ে নেওয়া জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে।এজন্য তো আজকাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা ঠিকে না বেশিদিন!

ডিলিট যত তাড়াতাড়ি হয় ,ডাউনলোড তাড়াতাড়ি হয় না।সেটা এপ্লিকেশন হোক বা সম্পর্ক।

নিজেকে ওভার স্মার্ট ভেবোনা। আমার জুতোর নীচে কিছু খুঁজে পেয়েছি। যেটা তোমার এটিটিউড !

সবার সাথে তাল মিলিয়েচলা আমার পক্ষে সম্ভব নয়।কারন আমি মানুষতবলা নই।

সবাই বদলে যাচ্ছে যাক…আমি আমার মতো থাকতে চাইঠিক অতীতে যেমন ছিলাম।

Maturity is..কে কিরকম মানুষ সেটা জানার পরও হাসি মুখে তাদের সাথে মেশা।

এ্যাটিটিউড থাকা ভালো তবে এক্সট্রা এ্যাটিটিউড থাকা ভালো না।তাতে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়।

আমি তো আমার মতো খুব relax এ আছি। আর সারাজীবন থাকবো।

 

বাংলা শর্ট ক্যাপশন রোমান্টিক

 বাংলা শর্ট ক্যাপশন
বাংলা শর্ট ক্যাপশন

সবাই কারো না কারো কাছে স্পেশাল – But আমি ছাড়া✅

কথা না বললে – Ego-কথা বললে – Flirt-কথা কম বললে – Attitude -ভাই তোরা কি পাইছিস? শান্তিমতো একটু বাঁচতে দিবি না.!?

Perfect এর থেকে permanent.আর বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি important.

প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া- আর দ/ম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই- সেটা হোক বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ

কিছু মানুষ আপনাকে কষ্ট দিবে, এরপর এমন ভাব দেখাবে যেন আপনি তাকে কষ্ট দিয়েছেন

ভালো থাকুক “Message Seen” করে Reply না দেওয়া মানুষ গুলো ☺

“রাখার মানুষ রাখতে জানলে থাকার মানুষ শেষ বয়সেও থাকতে বাধ্য”!

একজন ব্যক্তি যে আপনাকে সত্যিকারের ভালবাসে, সে পরিস্থিতি যাই হোক না কেন আপনাকে কখনই যেতে দেবে না।

প্রেম যখন নতুন হয় তখন সুন্দর হয়, কিন্তু প্রেম যখন স্থায়ী হয় তখন সবচেয়ে সুন্দর হয়।

ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।। তোকে অনেক ভালবাসি।

কী নিষ্ঠুর তুমি? কেমন তোমার মন? কীভাবে থাকতে পার ভূলে সারাক্ষন? মনে কী পরেনা একটুও আমায়?

পৃথিবীর সব কিছু মিথ্যা হলেও, ছেলেদের চোখের অশ্রু কখনো মিথ্যা নয়। কারন মেয়েরা খুব কষ্ট না পেলে, কথনো তাদের দামি অশ্রু ঝরায় না।

ভালবাসা সপ্নের এক ঠিকানা, যার খোজ পাওয়া সহজ, কিন্তু সঠিক মনের মানুষ পাওয়া কঠিন, ভালো তো সবাই বাসতে পারে, কিন্তু ভালবাসা কি সবাই বুঝতে পারে?

চাইলেই কি ভুলা যায় ভালবাসি যারে, ভুলতে চাইলে আরো বেশি মনে পরে তারে। যার জন্য ভালবাসা এই মনেতে জাগে, তারে কি ভুলা যায় মরনের আগে?

একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটি মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে।

কত সুন্দর তুমি, প্রেমে পড়েছি আমি, সুন্দর তোমার মন, ভলোবেসে হারা ২জন, মায়াবি তোমার আখি, দিওনা আমায় ফাঁকি, সুন্দর তোমার হাসি, আমি তোমাকে ভালবাসি।

পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত।একজন হলো -যে তোমাকে জন্ম দিয়েছে আর একজন হলো-যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে।

কারো মন ভেঙোনা, পারলে হাড্ডি ভাঙো।কারন মানষের হাড্ডি আছে 206 টা দু-একটা ভাংলে কিছু হবেনা, কিন্তূ মন থাকে একটা,সেটাই জদি ভেঙে দাও আর কি থাকবে বলো ?

গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি, সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি। ভাবতে আমার ভাল লাগে শুধু তোমাকে, তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে।

হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আশি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?

বিশ্বাস যখন ভেঙে যায়, Sorry কিংবা ক্ষমা করো শব্দটি তখন হাঁস্যকর শোনায়, বিশ্বাস অনেক বড় একটা জিনিস, বিশ্বাসের উপর সব ধরনের সম্পর্ক গড়ে ওঠে।

Best Bangla Short Caption for Facebook Profile Picture

কথায় কথায় Hmmm বলা মেয়ে গুলো অতিরিক্ত ভদ্র হয়

প্রতিনিয়ত একটু একটু করে..! জীবন থেকে আনন্দ গুলো হারিয়ে যাচ্ছে..!

ভালো তো আমিও বাসি.! আমার অনুভূতি গুলো তুমি কখনোই বুঝনি.!

চিকন মানুষ গুলো.. সবসময় সহজ, সরল, ভদ্র, ভালো মনের মানুষ হয়ে থাকে!

কিছু মানুষ পেয়েও “হারিয়ে” ফেলে! আর কিছু মানুষ পাবে না জেনেও অপেক্ষা করে

যদি ভালোবাসাটা সত্যি হয়ে থাকে তবে একটা সময় আমার শূন্যতা তোমাকে প্রচুর কাঁদাবে।

আজকাল আমার তুমিটা কে.! বড্ড বেশি অচেনা লাগে.!

মনে রাখবে আমার মতো অনেক পাবে.!☺ কিন্তু আমায় পাবে না.!

তাকেই মন ভরে ভালোবাসো.!❤ যে তোমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা ভাববে না.!

হয়তেো কাউকে পেয়ে তুমি সুখি,,, আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী। কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু এটাই অভিনয় করে তুমি জিতেছো। আর আমি ভালোবেসে হেরেছি।

যদি জানতাম তোর কষ্টের কারন হব। তাহলে সত্যি বলছি আমি কোনোদিন তোর জীবনে আসতাম না !! শুধু দুর থেকে ভালোবেসে যেতাম।

একটু একটু প্রেম আর একটু একটু সুখ,,,,, এই ভালোবাসা পেয়ে ভরে গেছে আমার বুক। তুমি আছো আমার হৃদয়ের একদম গহীন বনে……তোমায় ছাড়া আমি থাকতে পারবনা এই ভুবনে।

চুপি চুপি বলি তোমায় প্রিয়তমা,,,,,,,, আমায় ছেড়ে যেন দুরে যেওনা!! অনেক কষ্টের পরে পেয়েছি তোমায়,,, তাই, আর হারাতে চাইনা তোমাকে কোন অবেলায়।

ভালোবাসি তোমায় এই অন্তর জুড়েজুড়ে,,,,,,,,,,, তুমি ছাড়া বলতো থাকি কি করে। অন্তরে আমার জন্মানো তোমার ভালবাসা। তুমি যে আমার ১ম ও শেষ ভালোবাসা।

চোখেতে কথা মুখেতে হাসি,,,,, মন বলে শুধু তোমায় ভালোবাসি। হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি একো। স্বপ্নগুলো দিলাম তাতে,,,,,,, আর ও দিলাম আশা। মনের মত সাজিয়ে নিও আমার ভালবাসা।

একটা কথা বলি তোমায়, শোনো কানে কানে, সারা জীবন সারাক্ষন, থাকো আমার প্রাণে। ভালোবাসা কেনো এমন হয়, তোমার আশায় কেন মন পড়ে রয়। শুধু স্বপ্ন সাজাই চোখের পাতায়- আই লাভ ইউ।

খুঁজে দেখো হ্রদয় মাঝে,,, আমি আছি স্বপ্নের সাঁজে, তোমার ওই চোখের তারায়,,, হাজারও স্বপ্ন এসে দাঁড়ায়, সুখের সেই স্বপ্নের মাঝে,,, পাবে সারাজীবন তুমি আমায়।

 

Bangla Short Caption Romantic

আমি যখনই ভবিষ্যৎ নিয়ে ভাবি, আমার মাথায় প্রথমেই আসে তুমি।

আমার দামী উপহারের দরকার নেই, আমার শুধু তোমাকেই দরকার।

আমার জীবনের সেরা মুহূর্ত, যখন তুমি বলেছিলে তুমিও আমাকে ভালোবাসো।

আমার ভাবনার জগতটা খুব সুন্দর, এটা শুধু তোমাকে দিয়ে শুরু আর তোমাকে দিয়েই শেষ।

আমি জানি না ভবিষ্যতে কি ঘটবে, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি কখনই তোমাকে একা ছেড়ে যাব না

একদিন যখন আমার জীবনের পাতাগুলো শেষ হয়ে যাবে, আমি জানি তুমি হবে তার সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটি।

আমাকে খুশি করতে খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই, তোমার উপস্থিতিই যথেষ্ট।

আমি যদি পারতাম, আমি তোমাকে এই সমস্ত পৃথিবী থেকে লুকিয়ে রাখতাম এবং তোমাকে চিরকাল আমার কাছে রাখতাম।

কোনো পুরুষ যদি কোনো নারীকে সম্মান দেয়, বুঝে নিও সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র❤️

যে তোমাকে ভালোবাসবে.! সে bye বলার পরেও কোনো এক অজুহাত টেক্সট করবে ❤

কারো কাছে জোর করে সময় পাওয়া যায়না যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও সময় দিবে

ঘামতে দেখেছি,কিন্তুু কাঁদতে দেখিনি! আমি আমার বাবার থেকে বড়লোক দুনিয়াতে আর কাউকে দেখিনি!

Ogo Suncho? আমার শশুড়কে বলে দিও Happy Father’s Day ❤

ভাগ্যবান তো সেই ছেলে.! যাকে হারানোর ভয়ে একটা মেয়ে কান্না করে.!

কিছু মানুষের অপেক্ষায় থাকতে ও ভালো লাগে!

তোর রাগের মধ্যেও ভালোবাসা পাই তাই তো তোরে এতো রাগাই!

প্রিয় তোমাকে ভালোবাসার অপরাধে.! এতো কষ্ট না দিলেও পারতে.!

Boyfriend তো এমন হওয়া উচিত,,, যাকে অন্য কোনো মেয়ে মেসেজ করলে বলবো, আমাকে বিরক্ত করো না আমার একটা মিষ্টি Girlfriend আছে!

সম্পর্ক টা টিকিয়ে রাখার জন্য অনেক রাগি মানুষটিও একসময় শান্ত হয়ে যায়।

যে একটু কথা বললেই মন ভালো হয়ে যাবে.! দেখবেন সেই মানুষটা কথাই বলবে না.!

i wiSh কেউ একজন জোর খাটিয়ে বলুক তুই শুধুই আমার ❤

বেস্ট ক্যাপশন বাংলা – ফেসবুক ক্যাপশন বাংলা

খবর দিও আমায় যদি কান্না আসে অন্য কারো অবহেলায়

অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে।

অভিমান কমলে ডেকে নিও! তোমারই আছি, আর তোমারই থাকবো!❤

হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত! যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না!❤

চাইলেই তো প্রতিশোধ নিতে পারতাম! কিন্তু তার মুখের হাসিটা আমার কাছে ভীষন দামী❤

যারা সত্যিকারের ভালোবাসে! তারা নিজের ভালোবাসার মানুষের পাশে কারো ☺ ছায়াকেও সহ্য করে না!

প্রতিটি ছেলের জীবনে.. একটা না একটা ভালো মেয়ে বন্ধু আছেই.!

কার সাথে থাকলে তোমাকে ভালো মানায়☺ সেটা important নয়, Important হলো কার সাথে থাকলে তোমাকে Happy দেখায়!❤

রাগ করে মেসেজ দিতে মানা করলে বেশি বেশি মেসেজ দিতে হয় জানো না?

তোমাকে কাঁদিয়ে যদি কেউ হাসে,তাহলে সেটা তোমার ব্যার্থতা নয়,সেটা তোমার সফলতা.! কারন সে তোমার জন্যই হাসছে,নিজের জন্য পারেনি.!

আমাকে যতোটা কষ্ট দেও.! তার দ্বিগুণ পরিমাণে ভালো থেকো তুমি.!

R e l a t i o n এসব বুঝি না একজন কে খুব বেশি ভালোবাসি।

হঠাৎ করে একদিন status দেওয়া বন্ধ হয়ে যাবে, সেদিন বুঝে নিও আমি বিয়ে করে ফেলেছি।

ভালোবাসার সবচেয়ে দামী উপহার হচ্ছে “সময়”

সত্যি তার থেকে দামী হয় তো আর কিছুই নেই..!

Just একবার বিয়ে টা করতে দাও Then কাপল pic কত প্রকার, কি কি দেখাই দিমু।

কোনো পুরুষ যদি কোনো নারীকে সম্মান দেয়, বুঝে নিও সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র❤️

যে তোমাকে ভালোবাসবে.! সে bye বলার পরেও কোনো এক অজুহাত টেক্সট করবে ❤

বাংলা শর্ট ক্যাপশন Happy

 বাংলা শর্ট ক্যাপশন

“জানিনা মানুষ কিভাবে গার্লফ্রেন্ডকে মনের কথা বুঝায়__ আমি তো নাপিত দর্জিকেও আমার মনের কথা বুঝাতে পারিনা”

“শুনেছি ভালো মানুষের কপালে ভাত জোটে না ! . তাহলে কি আমাকে সারাজীবন বিরিয়ানি খেয়ে থাকতে হবে..?”

“ঘুম ভাঙ্গেছে তবু বিছানা আমাকে ছাড়ে না কেন আরও ঘন্টাখানেক শুয়ে থাকা মানে কি অলসতা নাকি সত্যি বিছানা আমাকে ভালোবাসে….”

মেয়েরা Friend Request Accept করলে কিছু কিছু ছেলে এমন ভাবে Thnks জানায় যে মনে হয় বেকার ছিল এখন সরকারি চাকরি পেয়েছে !!

ছেলেরা চুল বড় রাখলে খারাপ ভাবার কিছু নেই নিউটন বা রবীন্দ্রনাথ হওয়ার লক্ষণ…

বালক তোমার নিজের বলতে কিছু নাই তোমার ইয়েটা ও অন্যর কথা মনে করে দাঁড়ায়!

লাইটের মধ্যে আব্বুর নাম লেইখা দিছি! মোট কথা যেভাবেই হোক আব্বুর নাম উজ্জ্বল করতে হবে,,,

সব স্যারদের একটাই ডায়লগ: আপনার ছেলের মেধা ভালো! কিন্তু পড়ে না!

আমার এক বন্ধু বহু কষ্টে জীবনে একটা মেয়ে পটাইসিলো সৌভাগ্যবশত ওইটা ফেক আইডি ছিল!!

বাবা হওয়ার সপ্ন দেখিয়ে, মামা বানিয়ে চলে যাওয়ার নামই হলো Same age Relationship

সব ছেলেরাই মেয়ে দেখলে চুল ঠিক করে না কিছু ছেলে মেয়ে দেখলে মাথাও নিচু করে।

কিছু মানুষ আছে, যারা ছ্যাকা-ট্যাকা কিছুই খায় না হুদাই স্যাড পোষ্ট কইরা আপন মানুষদের টেনশনে রাখে।

মনের মধ্যে শান্তি নাইরে যেদিকে তাকাই জোড়া আর জোড়া মাঝখানে আমি এক কপাল পোড়া।

খুব তো বলস আমি তোর “BEST FRIEND” – তাহলে BEST FRIEND এর সাথে কথা না বলে থাক’স কেমনে..!!

আমি হাসার time এ হাসি- কষ্টের time এ হাসি- মন খারাপ থাকলে হাসি- আম্মু বকা দিলে হাসি- seriously moment এ হাসি- কাদতে কাদতে হাসি- হাসতে ভালোবাসি❤- হ্যাঁ এটাই আমি

গাইষ,EX এর বেইমানির গল্প শুনিয়েতিন তিনটা ছেলেকে বুকে টেনে নিলাম!

আপনার রিপ্লাই পেতে দেরি হলে যে মানুষটা হু’ট করে রেগে যায় সে মানুষটা আপনাকে অনেক ভালোবাসে.!- তাকে একটু মূল্য দিন.!

মানসিক শান্তি’ই বড় শান্তি.!- আর সেই মানসিক শান্তি শুধুমাত্র ”নামাজের” মাধ্যমেই পাওয়া যায়.!❤️

মানুষ ব্লকলিস্টে তাদেরই রাখে! – যারা একসময় চ্যাট লিস্টে সবার উপরে ছিলো!

প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে.!

স্টাইলিশ ফেসবুক ক্যাপশন বাংলা

আমি বড় সস্তা মানুষ, বুঝছো?- আমারে হারাইলে কেউ আফসোস করে না।

আজ পর্যন্ত কারোর- Dp, Cover, Status, Day, Bio, Wallpaper হতে না পারা আমি

এক নারী তে আ’সক্ত হয়েছিলাম, পরে দেখি সেই নারী ১২ পুরুষে আ’সক্ত!

Trust Me Tomar Best Friend tomake na janiye prem kortase

ক্রাশের নাম “জান্নাতুল ফেরদৌস” হইলে সুবিধা অনেক। জোরে জোরে দোয়া করা যায়, “হে আল্লাহ আমাকে আপনি জান্নাতুল ফেরদৌস দান করুন…”পাশে কেউ বসা থাকলে সেও নির্দ্বিধায় বলে “আমিন…”

ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে, নাহলে লেবুকে কিভাবে “ডাব” বানিয়ে ফেলে!

বর্তমানে তিনটা বিরক্তিকর জিনিস হচ্ছেঃ চ্যাট করা.! মানুষ এর মেসেজের রিপ্লাই দেওয়া.! ভুল করে মেসেজ সীন করে ফেলা.!

প্রেম করমু কেমনেযার সাথে কথা বলি তার সাথেই ঝগড়া লেগে যায়!

I believe in ‘টাকা দিয়ে সুখ কেনা যায়!’

সমবয়সী রিলেশনশিপ গুলো’তে সপ্তাহে ১৪ বার ব্রেকআপ হয়!

Decision Finalযে আমার ভোটার আইডি কার্ডের ছবি দেখে প্রেমে পড়বে তাকেই আমি বিয়ে করবো!

প্রেমে পড়ার আগে* আমি জীবনেও প্রেম করবো না * প্রেমে পড়ার পর* আমি ওকেই ভালোবাসি ওকেই বিয়ে করবো* ছ্যাকা খাওয়ার পর* Single life is the best

পড়তে বসার আগে ওই অধ্যায়ে কয়টি পৃষ্ঠা আছে.! তা গুনতে থাকা আমি.!

আমি 99% নিশ্চিত কিছু মানুষ আমাকে পছন্দ করে নাআমি 100% নিশ্চিত যে তাতে আমার কিছু যায় আসে না

I ωιѕн এখন যে আমার Comment টা পড়ছেআল্লাহ যেন তার মনের নেক আশা গুলো পুরন করেন

অল্প কথায় যে অনুভূতি বুঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না।

পরীক্ষার প্রশ্ন দেখলেই বোজা যাই কাগজ বাঁশের তৈরি !!

এইযে তুমি প্রোফাইল লক করে Friend Requst পাঠাও তোমাকে যদি নেমন্তন্ন করে বাড়িতে তালা দিয়ে পালাই ভালো লাগবেন ?

ক্লাস না বুজেও মাথা নাড়ানো এটাও এক ধরণের বড় ট্যালেন্ট !!

মন খারাপ করে বসে থাকার কোনও মানে হয় না ,আমি মন খারাপ করে শুয়ে থাকি !!

মোবাইল আর মেয়ে যতই ভালো কোয়ালিটির হোক না কেন, টিপলে গরম হবেই।

ফেসবুক শর্ট ক্যাপশন Happy

ধন সম্পদ নিয়ে বড়াই করো না,কাল আমার ৫ জিবি ছিলো। আজকে আমি ফ্রি চালাই

আমি বাংলা সিনেমার নায়ক না বলে… কেউ বলে না যে, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম বাবা।

না আছে কোনো Crush, না আছে ভালোবাসা। Arrange Marriage-ই এই গরিবের একমাত্র ভরসা!!

আজ গরীব বলে কাপে চা খাই, বড়লোক হলে ড্রামে করে চা খাইতাম

ভাবছো ভুলে গেছি ? না,আমি তো শুধু তোমাকে Disturd করা ছেড়ে দিচ্ছি

মেয়েদের পেছনে ছুটতে নেই। মেয়েরা প্রজাপতির মত।ধরতে গেলে ধরা দেয়না কিন্তু, চুপ করে থাকলে ঠিকই গায়ে এসে বসে।।

সবাই খালি কয়, এত তাড়াহুড়ো করস কেন??? বাসায় কি বউ রাইখা আইছস? #কবে যে কথাটা সত্যি হইবে

মিষ্টি প্রেম তো সেগুলাই যেখানে ভালোবাসার মানুষ এবং বেস্ট ফ্রেইন্ড একজনই হয় !!

জীবনটাকে রাঙ্গাতে কোন রং তুলির প্রয়োজন হয় না !প্রিয়জন শুধু একজন ভালো সঙ্গীর !!

তুমি আমার জীবনের এমন জায়গায় আছো যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনদিন ও ভুলতে পারবো না !!

ছেলেটা একা একা রান্না করে খেতো কষ্ট কমানোর জন্য সে একটা বিয়ে করলো এখন ছেলেটা দুজনের জন্য রান্না করে!

চার সন্তানের মাও ফেসবুকের আইডি নাম দিচ্ছে অস্পর্শি বালিকা।

GF password না দিলে বুঝবেন ভেজাল আছে, আর দিলে বুঝবেন আরেকটা আইডি আছে।

কোন কোন মেয়ের বফ দেখলে মনে মনে বলি ভগবান আমি কী দোষ করছিলাম?

ভালোভাবে কথা বলতে বলতে হঠাৎ করেই রেগে যাওয়ার অসীম ক্ষমতা নিয়ে জন্মানো আমি।

ভাবছি একটা বিয়ে করবো! মা পাশের বাসার আন্টির সাথে একা একা ঝগড়ায় পারবে না!

কু—ত্তার বাচ্চা! বিশ্বাস করস না কেন? আমি কেউরে জীবনে গালি দেই নি।

দুনিয়াতে কত কিছু ভাইরাল হয়, কিন্তু আমি যে সিঙ্গেল এটা কেন ভাইরাল হয় না, জীবনটা বড় বেদনার..

ময়দা তুমি ধন্য মেয়েরা আজ সুখী শুধু তোমারি জন্য।

নতুন বাংলা ক্যাপশন

বিয়ের পর মোটা হবে এমন স্বপ্ন নিয়ে বেঁচে আছে হাজারো পাতলা মেয়ে।

ওগো, শুনছো তোমাকে ছাড়া আমার 1 ঘন্টাকে 60 মিনিট মনে হয়…

আজ গরিব বলে পৃথিবীতে থাকি, বড়লোক হলে মঙ্গল গ্রহে থাকতাম।

আমি নাম বলবো না! কিছু পাবলিক আছে যাদের সাথে একটু ভালোভাবে কথা বললে দু-দিন পর i love you বলে দেয়।

একদিন স্যারে কইছিলো তোরে দিয়া কিচ্ছু হবে না। সেই আমি আজ ফেসবুক অ্যাকাউন্টের মালিক।

ভাই রে ভাই, মেয়েদের আর বিশ্বাস নেই। জাস্ট কিস করার পর বলে আমি মা হতে চলেছি…

যেকোনো পরিস্থিতিতে বুকে জড়িয়ে ধরে রাখার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া প্রতিটি জাস্টফ্রেন্ডের দায়িত্ব এবং কর্তব্য।

আমি আসল পুরুষ দেখিনি, তবে ঘর জামাই থাকে এমন পুরুষকে বউয়ের সাথে ঝগড়া করতে দেখেছি।

প্রতিদিন ঘুমিয়ে পড়ার আগে ভাবি। যাই হোক, বিয়ে করার আরেকটা দিন আগাইলো।

মেয়ের যখন বিয়ের বয়স হয়, তখন বাবার চেয়েও BFএর চিন্তা বেশি হয়।

দেখেই delete করে দিবা, প্রমিস করো। হ্যাঁ… হ্যাঁ ১০০ বার প্রমিস।

দিনের শুরুতে প্রিয় মানুষের একটা Text বা Call সারাদিন ভাল থাকার ক্ষমতা রাখে!

হাজারো বাবু, সোনা, রূপ, তামা, লোহা, দস্তার ভিড়ে আমি এক অসহায় প্লাস্টিক।

তোমাকে 2 মিনিট না দেখলে মনে হয় 120 সেকেন্ড দেখিনি!

I wish বিয়ের পর এক ব্রাশেই দাঁত ব্রাশ করবো এতে ভালোবাসা বাড়বে অবিবাহিতরা বলবে দাঁতের পোকা বাড়বে।

মেয়েরা ফুচকা খাওয়ার সময় যত বড় হা করে, তাতে ফুচকা নয় টাইটানিক জাহাজও ঢুকে যেতে পারে।

বর্তমানে একটা রিলেশনের চেয়ে একটা প্লাস্টিকের বালতি বেশি দিন টিকে।

বাংলা শর্ট ক্যাপশন love

সবকিছুর ভাগ দিতে রাজি আছি! শুধুমাত্র তোমার ভাগটা..কাউকে আমি দিতে পারবো না, তুমি শুধু আমার।

আমার Vitamin U দরকার।

হাজার অশান্তির মাঝে তুমি আমার একমাত্র শান্তির জায়গা!

তুমি আমাকে ছেড়ে চলে গেছো…কোনো ব্যাপার নয়। কিন্তু আমার সামনে কখনও কারো সাথে ঘুরে বেড়িও না।

জীবনে অনেক কিছু পাওয়ার চেয়ে, তোমাকে পাওয়ার ইচ্ছাটা আমার সবচেয়ে বেশি!

বেশি কিছু চাই না, শুধু তোমার হাতটা ধরে সারা জীবন থাকতে চাই!

তুমি হাতটা শুধু ধরো..আমি হবো না আর কারো!

তোমার ভালোবাসার জন্য যে কোনো সীমা লঙ্ঘন করতে পারি, তোমাকে পেলে জীবনে কিছু করে দেখাতে পারি।

ভালো লাগে, যখন আমি কিছু না বললেও, আমাকে দেখে তুমি ছোট্ট হাসি দাও।

পৃথিবীর সব থেকে নিঃস্বার্থ সম্পর্ক হলে মায়ের ভালোবাসা।

পৃথিবীর সব থেকে স্বার্থহীন সম্পর্ক হলো বাবা মার সাথে তার সন্তানের।

ভেতরে ভেতরে অভিমান জমিয়ে রাখি! অথচ তুমি সামনে আসলে, অভিমানেরাও তোমায় ভালোবেসে ফেলে।

যে মানুষটি আপনার কাছ থেকে কিছুটা সময় চায় তাকে কখনো আপনার ব্যস্ততা দেখাবেন না।

তোর ভালোবাসায় আমার অধিকার তো নেই, কিন্তু আমার মন বলে আমি তোর জন্য সারা জীবন অপেক্ষা করতে পারব।

ভালোবাসা কি তা আজ আমি জেনেছি কেবল মাত্র তোমার জন্য। I Love You so much.

তুমি হয়তো জানো না, আমার ভালো থাকার সবচেয়ে বড় ওষুধ হলো শুধু তুমি!

যে ব্যক্তি আপনাকে সত্যিকারের ভালোবাসে সে আপনাকে পরিস্থিতি যাই হোক না কেন যেতে দেবে না।

ভাইবোনের সম্পর্ক ও বড়ই মধুর। তাদের খুনশুটি, মান অভিমানের মধ্যেই লুকিয়ে থাকে তাদের ভালোবাসা।

ইস, যদি কখনো আমার হাতটা চেপে ধরতে, ভয় পাচ্ছ কেন, আমি তো তোমারই।

প্রেম করাটা কোনো Talent না একজন কে সারাজীবন ভালোবাসাটাই Talent.

জীবন শুরু করেছিলাম মা-বাবার হাত ধরে! আর জীবন শেষ করতে চাই তোর হাত ধরে।

তুমি শুধু আমার হয়ে থেকো! আমি প্রমাণ করে দেবো, সব মানুষ ছেড়ে যায় না।

সত্যিকারের ভালোবাসার সম্পর্কের কখনো কোনো ইতি থাকে না; তা সে যত দূরেই থাকুক না কেন।

Short Caption for Profile Picture Bangla

সম্পর্ক যদি বিশ্বাস ও ভরসা দিয়ে তৈরি হয় তবে হাজার প্রতিকূলতার মধ্যেও সেই সম্পর্ক বজায় থাকে চিরকাল।

যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার?? আমি বলব চোখের পাতা নড়ে যতবার..যদি বলো তোমায় ভালবাসি কত?? আমি বলব আকাশে তারা আছে যত..!!

জানিনা তাকে পাব কিনা তারপরও তাকে পাগলের মতো ভালোবাসি।

তোমার ঐ অপলক চোখে,আর তোমার মিষ্টি হাঁসিতে বার বার আটকে যাই।

❤️ এত ভালবেসেও তোমাকে পাওয়া হলো না,,,,,,ভাল থাকুক আমার ভালোবাসা।❤️

প্রেম করতে চাই না কষ্ট পাবার ভয়ে, কিন্তু আমি আগে থেকেই আপনাকে অনেক ভালোবাসি।

যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবে। আর যে তোমার জন্য তৈরি হয়েছে সে সবকিছু ছেড়ে তোমার কাছে আসবে।

কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, বুঝতে পারবে তাকে ছাড়া বেঁচে থাকাটা কতোটা অর্থহীন!

সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না। তারা সব সময় থেকে যাওয়ার অজুহাত খোঁজে।

আবেগ গুলো বুকে পুষে স্বপ্ন দেখি রোজ,,, হইতো কোন রাজকুমারী নেবে আমার খোজ।

আমার ভালোবাসা বুঝার ক্ষমতা তোমার নাই- কারণ তুমি অভিনয় বুঝো কিন্তু ভালোবাসা না।

আমি এতটাই “unlucky” যে আমার প্রিয় কোনো জিনিস আমার কাছে বেশিদিন থাকেই না!

জীবনে এমন কাওকে ভালোবাসো ❤-যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে.!

মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কাছে অসংখ্য টাকা পয়সা না থাকলেও- সুন্দর একটা মন থাকে।

চট করে কারো প্রেমে পরে যাওয়া কাজের কথা না, অতি রূপবতীদের কারও প্রেমে পরতে নেই, অন্যেরা তাদের প্রেমে পরবে, তা-ই নিয়ম।

চলে গেছি আমি অনেক দূরে কিন্তু তোমার কথাই সর্বক্ষণ মনে পরে। পরবে নাই বা কেন! তুমি আছো যে আমার হৃদয় জুড়ে।

তাের ভােরের অপেক্ষায়, আমার রাত কেটে যায়।তোর অচেনা তাকানো, আমার ঘুম কেড়ে নেয়…!!

জীবন কারো জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝেথেমে যায়,প্রিয় মানুষটার জন্যে..!!

হয়ত পৃথিবীর কাছেতুমি কিছুই না…কিন্তু কারো কাছে তুমিই তার পৃথিবী…

জীবন এক বিরক্তিকর অধ্যায়। তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আছ ভেবে পাতা উল্টাই।

সবকিছুর ভাগ দিতে রাজি আছি! শুধুমাত্র তোমার ভাগটা..কাউকে আমি দিতে পারবো না, তুমি শুধু আমার।

বাংলা শর্ট ক্যাপশন ফানি – Funny Short Caption Bangla

কোথাও আমাকে দেখলে ডাক দিবেন আমার সাথে কথা বলবেন ৫০০ টাকা হাতে ধরিয়ে দিবেন লজ্জা পাবেন না। ফুচকা চটপটি খাওয়াবেন আমাকে। বাসায় এসে ছ্যাচড়ার মত ম্যাসেজ দিয়ে বলবেন নাহ। তোমাকে আজ দেখলাম!

তুই সুন্দরী মেয়ে চাস, আর সে বড় লোক পোলা চাইলেই দোষ? ভাই, তুই একটু সাইডে আয় কথা আছে।

মনকে সুন্দর বানাও, চেহারা সুন্দর করার জন্য তো Oppo Vivo আছেই ।

জমিদার হওয়ার জন্য কোন টাকা পয়সা লাগে না, ঘুম থেকে একটু দেরী করে উঠলেই হয় ।

প্রকৃত স্বামী তো সেই, যে বউয়ের কষ্ট দেখে, আরেকটা বউ ঘরে আনে।

যতদিন পেটে দুইটা কিডনি আছে ততদিন টাকার ভয় আমি করি না

ছেলেদের শার্ট,পেন্ট পড়লেই ছেলে হওয়া যায় না ছেলে হতে হলে নুনু লাগে রে পাগলি

মেয়েরা যে পরিমান ক্রাস খায়, গরু ছাগলও মনে হয় ওই পরিমান ঘাস খায় না।

ভাগ্যিস, মশারা ঠোঁটে লিপিস্টিক লাগায় না, তা না হলে সমাজে আর মুখ দেখাতে পারতাম না।

বাথরুমের দরজা লক করতে ভুলে যাওয়া মেয়েটা স্ট্যাটাস দেয়, তোকে ভুলে যাওয়ার জন্য আমি ভালোবাসিনি।

নিজেকে কখনো বেকার ভাববেন না, মনে রাখবেন আপনার শরীরের রক্ত দিয়ে হাজারো মশার সংসার চলে।

বানাতে গেছি নুডুলস হয়ে গেছে সেমাই, ওমা!! খেয়ে দেখি পায়েস।

শত শত জানু কলিজা লিভার কিডনির ভিড়ে আমি এক অসহায় হাড্ডি।

Funny Bangla Short Caption for FB

ঢাকার লোকজন বেশিই লেখাপড়া করে ফেলছে,এখন কোনভাবেই গাড়ি-ঘোড়া থেকে নামতে পারতেছে না।

যদি তর ডাকশুনে কেউ না আসে, তবে একলা যাওয়ার দরকার নাই, দিনকাল ভালো না।

মাথায় চুল থাকবে কি করে, যেখানে শ্যাম্পুর নামই অল-ক্লিয়ার।

অহংকার করে বলছি না। প্রতিদিন ৫ থেকে ১০ টি অফার পাই। ধন্যবাদ রবি সিম।

সামান্য পিঠের মাঝখানে চুল্কায় অইখানে হাত যায় না ।আর তোমরা কিনা বল প্রেমিকাকে আকাশের চাঁদ এনে দিবা!!

প্রিয় Ex~ ভেবো না ভুলে গেছি তোমায়!! √ আজও প্রতি রাতে অসংখ্য গালি দিয়ে!!

__টয়লেটে বসে ও আমি ক‍্যাপশন দিতে পারি __আর তোরা খাটে শুয়ে ও রিএক্ট দিতে পারছ না___মুরগির দুধ খাইয়া মরে যা সব।

এই শহরের বাজারে তেল ,কাচা মরিচ,মাছ,মাংস, ডিম,ইত্যাদি প্রায় সব কিছু পাওয়া যায়, কিন্তু বউ পাওয়া যায় না।

– পার্কে দুইজন দাঁড়িয়ে চুমু খাচ্ছিলো___”– আমি গিয়ে বললাম বসে খান, বসে খাওয়া সুন্নত..!

তুই মশা….°°°মশার মতো থাকবি…* উড়বি,,*ধুরবি,,*রক্ত খাবি,,…‼️***তুই কেন কানের কাছে গান গাইবি..?°°°অনেক বড় শিল্পি ভাবিস নিজেকে…⁉️

– দু/ধ খেলে যদি বুদ্ধি বাড়তো.– তাহলে গরুর বা/চ্চাই তো ইঞ্জিনিয়ার হইতো।

– Book : আমি তোমাকে ভালোবাসি.!– Me : আমিও তােমাকে ভালোবাসি.!– Phone : আমি বেঁচে থাকতে কোনো দিন তােদের এক হতে দিবো না.!

– আমার প্রিয় কোনো জিনিস আমার কাছে বেশিদিন থাকেই না!

সেহেরি করতে ডাকার আগে মোবাইল গরম কিনা তা যাচাই করে নেওয়া আমার চালাক মা

পিছনে কথা বলার জন্য কিছু লোক রেখেছি- কোন বেতন ছাড়া ভালোই সার্ভিস দিচ্ছে,

ছেলেটি আজও সাবান দেখলে ভয় পাই কারণ মেয়েটির নাম ছিলো কেয়া ।

ফোন করে অনলাইনে আসো বলার মতো কেউ নেই.!- তাই আমি সব সময় অনলাইনে থাকি.!

এখনো সময় আছে আমাকে ভালোবেসে ফেলো – কোনদিন সেলিব্রেটি হয়ে যাই ঠিক নাই।

বাংলা শর্ট ক্যাপশন ইসলামিক

” সত্যিকারের হ্যান্ডসাম পুরুষ তো সেই, যে বেপর্দা অসভ্য নারী দেখলেও আল্লাহর ভয়ে দৃষ্টি নত রাখে !! “

হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে , যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে । – ইবনুল খাতীব

ডান চোখ হতে বাম চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু তার চেয়েও নিকটে’ -বিশ্বনবী হযরত মুহাম্মদ(সাঃ)

এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।’ -বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)

সূরা ফাতিহায় এতই বরকত যে।তা নাজিল হওয়ার সময় শয়তানো কেঁদে-ছিলো।

কুরআন পড়লে চোখের জ্যোতি বাড়ে এবং জ্ঞান বাড়ে।-[সুবাহানাল্লাহ]

একজন মুমিন-ই জানে। – মুসলিম হয়ে জন্ম নেওয়াটা কত ভাগ্যের।

নামায পড়তেই থাকুন। হতাশ হবেন নাহ। বিশ্বাস রাখুন আল্লাহ সব কষ্ট দূর করবেন।

বর্তমানে আমরা যেটাকে ক্রাশ বলি। – রাসূল (সাঃ) সেটাকে চোখের জিনা বলেছেন।

– ফজরের নামাজ পড়লে দেহে ও আত্মার শান্তি মিলে। – আলহামদুলিল্লাহ

 

FB Short Caption Islamic

– খেজুর ও দুধ দিয়ে সকালের নাস্তা করতেন। – হযরত মুহাম্মাদ (সাঃ)

-কিসের GF, -কিসের BF, -ভালোবাসার অপর নাম হযরত মোহাম্মদ (সাঃ)

– পৃথিবীর Best Sound আজান। – পৃথিবীর Best Book আল-কোরআন। – পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম।

– Successful তো সেই দিন হবো। – যেদিন পুলসিরাত পাড় করে জান্নাতে যাবো।

চোখের পানি তাহাজ্জুত নামাজের মুনাজাতে ফেলো। -দেখবে পুরো জীবনটাই বদলে যাবে ইনশাল্লাহ।

মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।’ -হযরত মোহাম্মদ (সাঃ)

– একদিন আমার ইনশাআল্লাহ গুলো। – আলহামদুলিল্লাহ তে পরিণত হবে।

আল-কুরআনের হরফ গুলো। কালো কিন্তু ভেতরে লুকিয়ে আছে হেদায়েতের আলো।

চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ। ঠিক তেমনি। নামাজ ছাড়া জান্নাতের দরজা বন্ধ।

এতিমকে গলা ধাক্কা দিয়োনা কারন আমি নিজেই এতিম ছিলাম। -হযরত মোহাম্মদ (সাঃ)

সবচেয়ে খুশির সংবাদ হলো- আল্লাহর, রাগের চেয়ে দয়ার পরিমাণ বেশি। -আলহামদুলিল্লাহ

শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। -শুক্রবার মানে গুনাহ মাফের আর একটা সুযোগ।

*তিনটি প্রেমে কোন কষ্ট নাই। – আল্লাহর সাথে। – রাসুল (সঃ) এর সাথে। – মা-বাবার সাথে।

যে ব্যাক্তি দিনে। ৭০ হাজার বার কালিমা পরবে। -তার জন্য জান্নাত ওয়াজিব।

কাউকে বারবার ডাকলে সে রাগ হয়। -কিন্তু আল্লাহ কে বারবার ডাকলে তিনি খুশি হন।

কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভাল রাখতে হয়। ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক ভাল রাখতে হবে!!! – সংগৃহীত

-যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে, কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তার দোষ গোপন রাখবেন। (মুসলিম-২৫১০)

বাংলা শর্ট ক্যাপশন বন্ধু

বন্ধুদের সাথে আড্ডা গুলো- জীবনের বড় আনন্দের মুহূর্ত যা কখনো ভুলে থাকা যায় না।

ভালোবাসা খুব সুন্দর কারণ এটা হৃদয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর বন্ধুত্ব আরো বেশি সুন্দর কারণ এটা হৃদয়কেই নিয়ন্ত্রিত করে।

প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু বন্ধুত্ব যতোই পুরাতন হয়, ততোই উৎকৃষ্ট ও দৃঢ় হয়।

যার জীবনে একটা বিশ্বস্ত বন্ধু আছে, সে আসলে গুপ্তধন পেয়েছে।

আজেবাজে কথা বলা এবং বাজে কথাকে সম্মান করা বন্ধুত্বের বিশেষত্ব।

মানুষের সব সম্পর্ক হয় জন্মগত। শুধু একটা সম্পর্ক সে নিজে গঠন করতে পারে। আর সেটা হল বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব হয় নিঃস্বার্থ।

একাকী আলোয় থাকার চেয়ে একজন বন্ধুর সাথে অন্ধকারে হেটে যাওয়াই শ্রেয়। — হেলেন কেলার

আমাদের জীবনে অনেকেই আসে, চিহ্ন রেখে যায় শুধু ভালো বন্ধুরাই। — এলিনোর রুজভেলট

সত্যিকার ভালোবাসা বিরল কিন্তু সত্যিকার বন্ধুত্ব দুর্লভ। — জিন দে লা ফন্টেইন

বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয়! বন্ধু তো সেই, যার সাথে মন খুলে সবকিছু শেয়ার করা যায়!

সব বন্ধুরা ছেড়ে চলে যায় না! কিছু কিছু বন্ধুরা থেকে গিয়ে প্রমাণ করে দেয় বন্ধুত্বের মানে।

বাংলা শর্ট ক্যাপশন প্রকৃতি

প্রকৃতির গভীরে তাকাও তাহলে তুমি সবকিছু আরও ভাল করে বুঝতে পারবে ।— আলবার্ট আইনস্টাইন

প্রকৃতির একটা সূর আছে, অনেকেই তা শুনতে পায় ।— উইলিয়াম শেক্সপিয়ার

“প্রকৃতি আমাদের কখনই প্রতারণা করে না;  আমরা নিজেরাই নিজেকে প্রতারণা করি।”

” যাদের সুন্দর আত্মা রয়েছে তারা প্রকৃতির আসল  সৌন্দর্য দেখতে পারে।”

” প্রকৃতির সাথে কিছুটা সময় ব্যয় করুন, আপনি নিজেকে খুঁজে পাবেন।”

গাছেদের মাঝে কাটানো সময় কখনই সময় নষ্ট নয়।”

প্রতিটি সূর্যাস্ত একটি নতুন ভোরের প্রতিশ্রুতি নিয়ে আসে।

প্রকৃতির সমস্ত জিনিসে কোনো না কোনো আশ্চর্যজনক কিছু আছেই

“প্রকৃতির পাঠশালায় প্রত্যেক মানুষই এক শিক্ষার্থী; যারা প্রতিনিয়তই কিছু না কিছু শিখে চলেছে।”

প্রকৃতি নিয়ে শর্ট ক্যাপশন

“যদি একটি পদ্ধতি অন্যের চেয়ে ভালো হয় তবে আপনি অবশ্যই বলতে পারেন যে সেটি প্রকৃতিরই বানানো পদ্ধতি”

“প্রকৃতিতে যত বেশি সময় অতিবাহিত করবেন তত বেশি করে এর মর্ম বুঝতে পারবেন!”

“প্রকৃতির সব কিছুতেই রয়েছে দুর্দান্ত কিছু।”

“প্রকৃতি তাড়াহুড়া করে না, তবুও সবকিছু সম্পন্ন হয়।”

“প্রকৃতির মাঝে হারিয়ে গেলেই নিজেকে খুঁজে পাওয়া যায়।

একটা মানুষকে ভালবাসার চাইতে প্রকৃতিকে ভালবাসাই উত্তম!মুগ্ধতা পাওয়া যায় রং বদলানোর আগে ইজ্ঞিত দিয়ে যায়!

প্রকৃতির এক স্পর্শ পুরো বিশ্বকে আত্মীয় করে তোলে।

যতটুকু সম্ভব উপভোগ করাটা জরুরী,কারন জীবন অনেক ছোট!

পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হচ্ছে ফুল।

আমাদের শেষ কথা

বন্ধুরা আজকের আর্টিকেলে সেরা বাংলা শর্ট ক্যাপশন বা Bangla Short Caption for Profile Picture আপনাদের সাথে শেয়ার করেছি।

এছাড়াও বাংলা স্ট্যাটাস ও ক্যাপশন রিলেটেড আমাদের অন্যান্য আর্টিকেলগুলো আপনারা দেখতে পারেন।

যদি আর্টিকেলটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন।

 

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আরো কিছু বাংলা কোষগ্রন্থ প্রকাশিত হয়েছে।

Leave a comment